সহস্র গোলাপ যদি তুলে দিই তোমাদের হাতে
হে বন্ধু আমার !
হৃদয়টুকু বাঁধা আছে থাক,
তবু দেখো আপ্লুত ইচ্ছেগুলি হাত প্রসারে আমার
দূর নয়,নৈকট্য খুঁজে নেওয়া,
ওই তো উদার নীলাকাশ,আসমুদ্র হিমাচল প্রসার–
যদি বলি এস বন্ধু ! মানুষ মানুষের আরও কাছটিতে এস।
এস খুলে দিই বিভেদ প্রাচীরের দ্বার,
শাণিত বক্ষাধার আর কেন