Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

চল তবে আজ
রেখে দিয়ে কাজ
ভালবাসার কথা বলি
সারাটি জীবন
হয়ে যে আপন
একসাথে পথ চলি।

আমার হাতে এই মাত্র লেখা কয়েকটি কবিতা
বসে আছি হাতে নিয়ে নদীর কুলে,
অন্য গুলো রেখেছিলাম দূরে
হটৎ ফিরে দেখি ভিজছে তাই জলে ।

ওঠালাম কবিতার পাতা গুলো
ভিজে লেচলেচে সব ক”টা ,
হতভাগ্য এ হাতের ছোঁয়ায়
মুছে ফেল্লাম কাগজের সব পানিটা ।

এক এক করে সব পাতা

 

 

আজ নাকি আহা একটু ভালবাসার কাঙ্গাল
কপোত কপোতী সকল এক যোগে
বিশ্ব ভালবাসা দিবস উদযাপনে মাতবে,
বৎসরে ৩৬৪ দিন কেঠেছে যাদের ভালবাসাবিহীন ,
একটু ভালবাসার কাতর হয়ে কাঠিয়েছে দুর্দিন
আজ নাকি একদিন তাদের ভালবাসার সুদিন ,
আজ তারা সেজে গুজে পরিপাটি হয়ে পরস্পরে
করবে নানা রঙ

সহস্র গোলাপ যদি তুলে দিই তোমাদের হাতে

হে বন্ধু আমার !

হৃদয়টুকু বাঁধা আছে থাক,

তবু দেখো আপ্লুত ইচ্ছেগুলি হাত প্রসারে আমার

দূর নয়,নৈকট্য খুঁজে নেওয়া,

ওই তো উদার নীলাকাশ,আসমুদ্র হিমাচল প্রসার–

যদি বলি এস বন্ধু ! মানুষ মানুষের আরও কাছটিতে এস।

 

এস খুলে দিই বিভেদ প্রাচীরের দ্বার,

শাণিত বক্ষাধার আর কেন

তাকাই যে দিক ফুটে আছে যেন রক্তে রাঙানো
রক্ত জবা ডালে ডালে রক্ত ঝড়া এ ফাগুনে।
নিশ্বাসে ঢুকে যায় অক্সিজেন নয়,
রক্ত মাখানো বাতাস ফুসফুসে।
চোখ মুদলেই আৎকে উঠি আমি
শুনে সেই চিৎকার,
মায়ের ভাষা কেড়ে নিতে দিব নাকো আমি।
আজো ঘুম ভেঙ্গে জেগে উঠে মা
শুনে সেই

সংকীর্ণতার বেড়াজালে ঘিরে বন্ধি প্রেমের ভূবণ
তাই তো ভালোবাসা কেবল একদিন
বছরের বাকী সব দিন বিরহের প্লাবণ।

ভালোবাসতে নির্দিষ্ট দিন তারিখ লাগে
এমন বিশ্বাসে তুষ্ট নই আমি
আমি শুধু জানি, যত দিন বুকে আছে প্রাণ
তত দিন ভালোবাসা রইবে অম্লান।

আজি ফাল্গুন এসেছে,

ফুলের রঙে হৃদয় হরিছে।

টিএসসি চত্ত্বরে ললনার ভীড়,

বইমেলা মুখরিত পাঠকের নীড়।

আমি বসে শুধুই অপেক্ষায়,

মোর হৃদয়ের ফাল্গুনের চেতনায়।

 

ভালোবাসা জীবিত থাক আমরণ,

বন্ধু তুই মোর প্রেরণার সমীরণ।

আজ ভালোবাসা দিবস সকলের,

তুই মোর বন্ধু ধরণীতে চিরকালের।

Oh my heart
oh my love,
you are the star
twinkling in the sky.

Nothing is greater
like you are,
in the earth
you are my heart.

What is your magic
in your logic,
putting on my mind
in your light.

I fall you
loving to you,
run my eye
on your face.
How lovely you

কলমি ফুলই আমার ভালো

আমি কলমি ফুলই চাই

গোলাপ, গন্ধরাজে

আমার প্রয়োজন নাই  !!!

আয়না বুবু বায়না ধরে, যাচ্ছে হেঁটে মেলাতে
রেগেমেগে ফায়ার বুবু, ভিড়ের ঠেলি ঠেলাতে

বই কিনেছেন হরেক রকম, আরো ভূতের বই
ঘরে ঢুকে প‌্যাকেট খুলে, লাগছেরে হই চই

বই থেকে এক ভূত বেরুলো, ভূতটা কেমন করে
এই না দেখে দাদা-দাদী, চিৎ হয়ে যায় পড়ে

দেৌড়াদেৌড়ি ঘরের ভেতর,

go_top