আজ পহেলা ফাগুন বসন্তের প্রথম দিন।‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।’ কবি সুভাষ মুখোপাধ্যায়-এর প্রকৃতিকে চ্যালেঞ্জ করা অমিয় বাণীটি ঋতুরাজকে আলিঙ্গনের আহ্বান জানায়। শীতের শেষে প্রকৃতিতে এসেছে মধু বসন্ত। চারদিকে রঙ্গের বিচিত্র সমারোহ। দক্ষিণা বাতাসে
সুখ সাগরে অবগাহন নিমিত্তে
তুমি খুলে ফেল সত্যের বসন।
লাজের অবগুণ্ঠন উন্মুক্ত করে
তুমি কর নির্লজ্জ স্বার্থের তোষণ।
বিধি নিষেধের তোয়াক্কা না করে
বিবস্ত্র দেহ ভাসাও জোয়ারে।
অবজ্ঞা কর নৈতিকতার তীক্ষ্ম নজর
তালা মেরে দু’চক্ষু দুয়ারে।
বিবেকের লাইনচুত্য হয়ে
তোমার হেয়ালী বগি মাড়ায় ধানক্ষেত।
কারো অনিষ্ট তোমার মাথাব্যথা নয়
তোমার স্বার্থই