আমরা পাথরঘাটা চলে এসেছি বেশ কিছুদিন আগেই । আমরা পাথর ঘাটার যুদ্ধে আমাদের একজন সহ যোদ্ধাকে হাড়িয়েছি ।পাথর ঘাটায় যখন গভীর রাতে ডিউটি করি, তখন হঠাৎ করেই যেন শুনতে পাই, পানি পানি বলে কারও চিৎকার। তোমাদের তো আগেই বলেছি, আমাদের
Top today
আগুনের লেলিহান শিখায় পুড়ছে নগরী
আকাশের কালো ধোঁয়া
জানিয়ে দিলো পাকসেনার ক্রুদ্ধো উপস্থিতি
বাতাসে জীবন্ত পশুপাখির পোড়া বিভৎস গন্ধ
নিষ্ঠুর সৈনিকের একহাতে খসে আসছে যুবতীর পরনের বস্ত্র
নির্মম বুটের নিচে রক্তফেনা মুখে শিশুর ভয়ার্ত চিৎকার
অন্য হাতে গর্জে উঠছে স্টেনগানের হিংস্র নল
রাস্তায় রাস্তায় তাজা রক্তের ছোপ