ভিজলে ঠান্ডায় হয় সর্দি
শীতকালীন রোগবালাই,
ফুসফুসের রোগ জ্বর ও কাশি
আরও শ্বাস কষ্ট বাড়ায়।
নাক বন্ধ ঝরছে পানি এবং হাচি আসে
মাথাব্যথা আর ক্ষুধামন্দা বেশি করে বাড়ে,
ব্যাকটেরিয়ার আক্রমণে শুধু ফুসফুস নয় টনসিল প্রদাহও জ্বালায়
প্রতিরোধের চেষ্টা সত্ত্বেও কাশি বেটাও কাদায় ।
আর্থ্রাইটিস আর দাঁতের ব্যাথার প্রকোপ