আউলা আমার মনটা এমন
সংসার ভাল লাগে না
গৃহ বন্দী বাউলা আমি
মন যে গৃহে টিকে না।
এসংসারে সবকিছু ভাই
টাকার মাপে হয়
বলবে তুমি ভালবাসা
সেও বাকী নয়।
টাকায় আমার মনগলে না
ভালবাসা চাই
এমন আজব ভালবাস
কোথায় বল পাই।
তোমাকে ভুলে গেছি।
কি করে বলি এমন নির্জলা মিথ্যে?
তোমাকে ভুলে যাওয়া সাধ্যের অতীত
তুমি চিরস্থায়ী আমার চিত্তে।
হ্যাঁ ভুলে যাবো সেদিন
যেদিন পৃথিবীকে দিবো বিদায়ী সালাম।
তাহার পূর্বে তোমাকে ভুলে যাওয়া
আমার জন্যি হারাম।
তোমার স্মৃতির ঠেউ ততদিন দোলাবে আমার জীবন খেয়া
যতদিন না মিশে যাবো কালের মহাসমুদ্রে।
ততদিন