Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

না যাইনি ওমন আলোয় যেথা –
হিজলের ছায়ায়, রোদের নরম ছোঁয়ায় জেগে উঠে আত্মা ;
হৃদয়হীনতার ছবি এঁকেছি বহু নষ্ট রঙে,
তাই বুঝি প্রেম আর মায়ার রুহু বিদায় নিল
অকারণে !
হৃদয়ের মুখ আমি দেখিনি কভু,
তার যাতনা সয়েছি শুধু ;
একদিন সীমানা কেটে প্রবেশ দেহদেশে,
হইহই করে

প্রতিটি মুহূর্ত কি ভেবে অকারণে শত অপরাধ
চলার পথে, পথচারী কিংবা নিজের নিবাস স্থল
অপরাধ যত হয় গত বিবেক হয় সোচ্চার,
নত শির একাকিত্ব নির্জন কক্ষে ঝড়ে নয়ন জল।

মনে হয় চলে যাই অজানা জগতে
থাকবে না আর কোন হটকারিতা
নিমিষেই হবে বিলীন যত রাগ যত

দূরে দূরে অনেক দূরে
সুরে সুরে উতল সুরে
হারিয়ে যেতে ইচ্ছে করে

যাবিরে কবি লক্ষিছাড়া
হবিরে নাকি বাঁধনহারা
রোদেলা আকাশ দুপুরবেলা
খেলব না হয় বাল্যখেলা
না হয় দুজন রাখব মাথা
গ্রিলঘেরা জানলায়
চোখে চোখেই হবে কথা
অগোছালো আলনায়
দুজন না হয় হাঁটবো যত
অলিগলির তস্যগলি
হারিয়ে দেব
হারিয়ে নেব
তাজা রোদ্দুর একফালি
চল তাহলে চলেই

তুমি কি পারোনা আমার হতে
কেন থাকো তুমি তোমার মতে ।
ভালো লেগেছে তোমায় বেশ
তুমি সুন্দর দারুণ তোমার কেশ ।
তোমায় সঙ্গী করে আমি পেলে
জীবনটা যাবেই হেসে খেলে ।

পারোনা কি আমায় ভালবাসতে ।
তোমার সুখে একটুখানি হাসতে ।
চোখে ভাসে…ভাবনায় মনে জাগে
দেখিনি এ

দুষ্টু দুষ্টু চোখে, লাজ রাঙা মুখে
কার ছবি আঁকছ তুমি, পাহাড় সমান বুকে !
সজনে গাছের চিকন ডালে ডাকে হলুদ পাখি
আমার এ পোড়া চোখ, তোমার চোখে রাখি !
কী বলতে চাও ওগো, তোমার  আঁখির ভাষায়
আর কত কাল রইব আমি, তোমার চিঠির আশায়  !
হেমন্ত গেল, শীত

তুমি কি তোমার জীবনের একটি বিকেল আমাকে দেবে?
এমন নয় নির্দিষ্ট কোন বিকেল হতে হবে,
এমন নয় সে বিকেলে আমাকে সাদা মেঘের ভেলা থাকতে হবে,
এমন নয় সে বিকেলে কোকিলের সুর বাতাসকে পাগল করতে হবে,
এমনও নয় ক্ষণকাল আগের এক পশলা বৃষ্টি ভেজা

আমার উইং এর তিনজন স্যার , ম্যাডাম শ্রীলংকা গিয়েছিলেন অফিস ট্যুরে । তাদের পক্ষ থেকে গলার ও কানের দুল উপহার পেয়েছিলাম….. এত্তগুলা খুশি লাগে

================================================= উপহার…….. =================================================

]উপহার এমন একটা জিনিস যে এটা পেলে ছোট বড় সবাই খুবই আনন্দ পায় আমারও খুব

ইচ্ছে হয় একটু নির্জনতা কেড়ে নিই,

উদ্দাম  জীবন থেকে বেরিয়ে

মাঝরাতের বাঁশি শুনি,

আর ফিকে জ্যোৎস্নার বনভূমি ধরে হেঁটে চলি…হেঁটে চলি…

আঁধার ব্যাধিনীর পিঠে চামড়া গন্ধ বিদঘুটে ব্যাগ,

তবু তো এমনি ম্লান হাসি দেখিনি বহু দিন!

 

একঘেয়ে হাঁপর শ্বাসের নাদ ছেড়ে

চলো কিছু বুনো ঘ্রাণ বুকে ভরে টেনে নেওয়া পাহাড় হওয়ায়,

ওই

“হুমায়রা হিমি ” কাব্য গ্রন্থটি অবশেষে প্রকাশ হলো না ।
ইনশা আল্লাহ আগামী বই মেলায় প্রকাশ হবে ।

 

অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অমর একুশে গ্রন্থমেলা-২০১৪ তে প্রকাশিত হয়েছে আমার প্রথম ছড়াগ্রন্থ ‘জননী ও জন্মভূমি’। পূরণ হল আমার একটি স্বপ্ন, আর সেইসাথে শুরু হল স্বপ্নের পথে যাত্রা। আমার এই স্বপ্নপূরণের পথে যারা সারথী ছিলেন তাদের প্রতি এইক্ষণে অশেষ

go_top