না যাইনি ওমন আলোয় যেথা –
হিজলের ছায়ায়, রোদের নরম ছোঁয়ায় জেগে উঠে আত্মা ;
হৃদয়হীনতার ছবি এঁকেছি বহু নষ্ট রঙে,
তাই বুঝি প্রেম আর মায়ার রুহু বিদায় নিল
অকারণে !
হৃদয়ের মুখ আমি দেখিনি কভু,
তার যাতনা সয়েছি শুধু ;
একদিন সীমানা কেটে প্রবেশ দেহদেশে,
হইহই করে
দূরে দূরে অনেক দূরে
সুরে সুরে উতল সুরে
হারিয়ে যেতে ইচ্ছে করে
যাবিরে কবি লক্ষিছাড়া
হবিরে নাকি বাঁধনহারা
রোদেলা আকাশ দুপুরবেলা
খেলব না হয় বাল্যখেলা
না হয় দুজন রাখব মাথা
গ্রিলঘেরা জানলায়
চোখে চোখেই হবে কথা
অগোছালো আলনায়
দুজন না হয় হাঁটবো যত
অলিগলির তস্যগলি
হারিয়ে দেব
হারিয়ে নেব
তাজা রোদ্দুর একফালি
চল তাহলে চলেই
আমার উইং এর তিনজন স্যার , ম্যাডাম শ্রীলংকা গিয়েছিলেন অফিস ট্যুরে । তাদের পক্ষ থেকে গলার ও কানের দুল উপহার পেয়েছিলাম….. এত্তগুলা খুশি লাগে
================================================= উপহার…….. =================================================
]উপহার এমন একটা জিনিস যে এটা পেলে ছোট বড় সবাই খুবই আনন্দ পায় আমারও খুব
ইচ্ছে হয় একটু নির্জনতা কেড়ে নিই,
উদ্দাম জীবন থেকে বেরিয়ে
মাঝরাতের বাঁশি শুনি,
আর ফিকে জ্যোৎস্নার বনভূমি ধরে হেঁটে চলি…হেঁটে চলি…
আঁধার ব্যাধিনীর পিঠে চামড়া গন্ধ বিদঘুটে ব্যাগ,
তবু তো এমনি ম্লান হাসি দেখিনি বহু দিন!
একঘেয়ে হাঁপর শ্বাসের নাদ ছেড়ে
চলো কিছু বুনো ঘ্রাণ বুকে ভরে টেনে নেওয়া পাহাড় হওয়ায়,
ওই