Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

 

(১)

 

যে যত খুশী বলুক না মিথ্যা গাঁথা
পাবলিকের পায়ে সব ছেঁড়া জোতা।

 

(২)

 

জুতা পরে পায়ে মানুষ পথ চলে
জুতা মারে মানুষ ভন্ডের গালে।

 

(৩)

 

বারে বারে গাও একই গান বড্ড যা তা
গোয়েবলসের পোষা ওরে অবুঝ তোতা।

 

(৪)

 

জোতার দাম বেড়েছিল একবার ইরাক দেশে
আবার ও দাম  বাড়ার সম্ভাবনা 

নতুন পরিবার আমি গড়িবার চাই
পরিবার গড়িবার মানুষ কোথা পাই।
পাইলে তাহারে আমি পাতিতাম সংসার
বছর না পেরোতে দিতাম সন্তান উপহার।
হইতো সেইটা মোদের সূখী পরিবার
হইলোনা গড়া তাই দুঃখ হাহাকার।।

দ্বিতীয় পর্ব

সুন্দর মার্বেল পাথরে বানানো এই বিল্ডিংটি।বাড়ীর চারপাশ ঘুরে ঘুরে দেখছে তারা দুজন।

আলিম এখনও বিষন্ন হয়ে আছে দরোয়ানের জন্য। আনোয়ার গভীর মনোযোগ দিয়ে দেওয়ালের পাথরে কি যেন দেখছে।

এখন সে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে আছে এই কেসটির সমাধান করার জন্য।অন্তত দারোয়ান বেচারাকে জেল

আমি পড়ি,তুমি পড়
সবাই তবে পড়ে
কেউ জানে না কোন বিষয়ে
পড়তে তবে হবে।
হঠাৎ এসে মাস্টার মশায়
বললেন তবে মোদের
পড়া কি হয়েছে কিনা
বললেন ব্যগ্র কন্ঠে।
আমরা বললাম, জ্বি জ্বি স্যার
পড়া মোদের হয়েছে।
মাস্টার তখন শান্ত হলেন
ধরবেন পড়া মোদের।
বললেন,তুই দাড়া তো
পড়া তবে তো বল।
আমি বললাম-মাস্টার মশায়
রিভিশন তো

আবহমান স্রোতসিনী নদী তুমি এই গ্রহে ৷
দুকুল ছাপিয়ে উঠুক ফসল,
উর্বর জনবসতি,মজাগাঙ্ , ধুসর পলিমাটি ৷
অতিত উপাখ্যান বিলীণ হয়ে যাক-
মেনে নিক পরাজয় সে কোন বিধাতা পূরুষ অন্তর্লোকে৷
তাজমহল যদি হয় শাজাহানের বিমূঢ় অমরতা-
প্রস্তর পাহাড় কেটে সারাটি জীবন প্রেমিক ফরহাদ গড়ে ইতিহাস

ক্ষমতা আছে তাদের আমার আছে কি?
কিসের লোভে হাঁটছি পিছু জীবন হাতে রেখে
ঝড়ঝাপটা শ্মশান জ্বালা রড বুলেটের যত প্রতিবাদ
তুমি আমি করছি বহন করছি মায়ের শত বুক খালি।

তাদের আছে সকল কিছু আমার আছে কি ?
আমার সন্তান অর্থাভাবে বিদ্যালয় ছেড়ে রাখাল
তাদের সন্তান মহাসুখে

 

 

হাজার মুখের ভীড়ে একবার আমি দেখেছি তাহার মুখ
পঠলচেরা চোখ, কাঁপা কাঁপা রাঙা ঠোঁট, চন্দ্র বদন
এলোকেশী উর্বশী নীল প্রজাপতি পরীর মতন
হৃদয়ের গোপন কুঠিরে জেগে উঠে অজানা সুখ;
তারপর কেটে গেছে বহুদিন, শয়নে স্বপ্নে শুধু
দেখেছি একটি মুখ হৃদয়ের ভিতরে সংগোপনে
মায়াবী মোনালিসা ছবি এঁকে একা

(অবশেষে শিশুতোষ একটি অকবিতা লিখেই ফেললুম)

চালতা পাতার আলতা পায়ে
কোথায় তুমি বুলবুলি
সর্ষে ক্ষেতে মৌ’ছির দল
খুঁজে বেড়ায় ফুলকলি ।

শুকনো পাতার মর্মরে কার
হৃদয় বীণা বাজে
সাতটি তারার ফুল দিয়ে
যেমন খুশি সাজে ।

নুপুর দোলে কোমর দোলে
দোলে কানের ফুল
বেতস পাতার মত দোলে
আমার মনের ভুল ।

লাজ রাঙা

নিত্যি আমার
পিত্তি জ্বলে
ভিত্তি নাহি পাই

রত্তি হলেও
কত্তি মানা
সত্যি কথা ভাই।

গোয়েন্দা কাহিনী লিখতে চেষ্টা করছি।
সব লেখার তুলনায় এই লেখা বেশী কঠিন মনে হচ্ছে।ক্লু মোটিভ খুজে পাচ্ছিনা খুনের।সমস্যা নাহলে ঘটনা সাজাব কিভাবে।অবশ্য আমি এখনও এই বাড়ীর বাসিন্দাদের পরিচয় দিতে পারিনি।ভেবে দেখলাম গোয়েন্দা কাহিনী লেখার জন্য দরকার খুবই শার্প বুদ্ধি প্যাচানো জটিল

go_top