যৌবন আপ্লুত ফাগুনে,
মৌ মৌ গন্ধ ভাসে যেন আকাশে বাতাসে; আমলকির বনে লবঙ্গ গন্ধ ঘাসে
দারুচিনি দীপের গহীন বনের মগ্নতায়; জ্যোছনার অভিমান চুঁইয়ে চুঁইয়ে
আপদমস্তক ঢাকে বরফ কুচির শুভ্র প্রলেপ যেন।
এইতো যাচ্ছে বেশ,
লবঙ্গ সাঁঝে জোনাকির পিলসুজের বাতি; টিম টিম করে জ্বলে
রাতের কার্নিশে তখন