পুলিশ একটি ছোট ছেলেকে ধরল এবং তার পিতাকে খুজতেছে । তার কাছ থেকে বাসার ঠিকানা নিতে চায় তাই চলছে কথোপকথোন:
পুলিশ : কোথায় থাক ?
ছোট বালক : আমার মা বাবার সাথে।
পুলিশ : তোমার মা বাবা
বিমূঢ় কালোমুখোশ পরা আধার রাত,
তুমি এসেছো আমার ঘরে ।
আমি কিন্নর নষ্ট উত্তরাধিকার,
চেয়ে দেখো আমায় বিমর্ষ দীর্ঘশ্বাসে ।
অপরুপ বিদ্যুৎ ঝলকে
স্নিগ্ধ ক্ষুধিত আত্মায়
শতাব্দী কাল ধরে ।
তোমার কামার্ত শরীরের অঙ্গনে,
ক্লান্ত স্পর্শে জেগে থাকে হৃদয় ।
ব্যস্ত নগরীর বাসের ভীরে
বিপন্ন রাজপথে
গলির মোড়ে মোড়ে দাড়িয়ে
দেখেছি তোমায়
কবিতা নয়
গল্প বলি আজ;
মেয়েটির বয়স সবে চৌদ্দ
মুখ ভরা লাজ।
মেট্রিকটা পাশ করে সবে
জীবন শুরু হলো নতুন
ইন্টারে ভর্তি হয়েই
হাতে ফেলো মুঠোফোন ।
কলেজে ভর্তি হতে
হলো ঘর ছাড়া
স্বাধীন জীবনে পা দিয়ে
যেনো ছন্নছাড়া।
একা একা জীবনে
যেমন খুশি চলন
বেহিসাবী কেনাকাটায়
পরোয়াহীন তেজোদীপ্ত যৌবন।
বয়স অল্প, স্বপ্ন আকাশ ছোঁয়া
চোখে রংগীন