Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আমি আনন্দিত।আমার মত হয়তো অনেকেই।যারা অপেক্ষায় ছিল অন্তত একটি কৈফিয়তের।কৈফতটি আমরা পেয়েছি।দেরিতে হলেও জানা গেল।সম্পাদক সাহেব কৈফিয়ত দিয়েছেন। সাথে কিছু বোনাস!! ভালো লাগছে জেনে যে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে চলন্তিকা আসছে নব আঙ্গিকে! আরো আকর্ষণীয় ভঙ্গিতে! কী মজা…..!!!!

মনটি বেজায় গোস্বা

 

মানে অভিমানে খুব
রেগে গেছো তাই
কথা বলা বন্ধ দু’দিন
যেন দুই যুগ হায়,
খইয়ের মতো তবু
কথা ফুটে মনের গভীরে
সবুজ কুঞ্জে হৃদয় রাঙে
গো-ধূলি আবিরে,
রাঁধো সুখে বাড়ো দুঃখে
মন কাঁদে কাথার ভারে
আকু পাকু দু’টো রূপোর পাখী
সোনার খাচায় বন্দী হয়ে মরে,

 

দূর আকাশের

একুশ আসে আবার একুশ যায়,
শহীদ ভাইদের স্মৃতি মুছে যায়নি।
কৃষ্ণচুড়ার ফুলের সেই রক্ত লাল,
ছেঁয়ে যাওয়া এখনো বদলায়নি।
আমার ভাইদের সেই রক্ত ঝরানো,
স্মৃতিময় দিনটাকে আমরা এখনো ভুলিনি।
আমার ভাষা, এই বাংলা ভাষার মতো,
এমন মধুর ভাষা কোথাও দেখেনি।

একুশ আমার, একুশ তোমারও,
একুশ আমাদের সবার স্মরণীয় একটি

জেনেও মন কেনো হয় নষ্ট
অযাচিত দু:খগুলো উড়ে উড়ে এসে
জীবনে বাড়ায় শুধু কষ্ট।

যার যা নিয়ে ভাল থাকতে মন চায়
সে থাকুক না তার মত করে,
সে যেটাতে সুখ পায় ।

আমার ভাল লাগাটুকু হয়তো
মন ছোঁতে পারেনি তোমার, তার
জানি অনুভূতিগুলো তাদের জন্য নয়তো।

সবই জানে এ

পর্ব- তের

আমরা করব জয়
আমরা করব জয়
আমরা করব জয় একদিন ।
ওহ বুকের গভীরে আমরা জেনেছি
আমরা করব জয়।

উই শ্যাল ওভারকাম
উই শ্যাল ওভারকাম
উই শ্যাল ওভারকাম সামডে
ওহ ডীপ ইন মাই হার্ট
আই ডু বিলিভ দ্যাট
উই শ্যাল ওভারকাম ওয়ানডে।

নোয়া তার ল্যাবরেটরীতে কাজ করছে আর মাথা

প্রিয় বন্ধুরা

বিভিন্ন টেকনিক্যাল কারনে চলন্তিকাতে এখন কমেন্ট করা যাচ্ছে না। আমরা সমস্যাটি সমাধান করার চেস্টা করছি। একই সাথে আপনাদের জানাচ্ছি যে আগামী ১৫ মার্চ থেকে চলন্তিকা নতুন লুকে আসছে। সেটি আরও আকর্ষণীয় হবে।  আশা রাখি আপনারা আমাদের সাথে যেভাবে আছেন,

তুমি আসবে বলে প্রতিক্ষায় ছিলাম,
সারা রাত নয়নের দু’পাতা বন্ধ করিনি ।
তুমি আসবে বলে নির্ঘুম রজনী অনুভব করিনি,
পূবের জানালা খুলে ভোরে সূর্য উদয় দেখিনি ।
দখিনা বাতায়নে ফুরফুরে হাওয়া
গায়ে স্পর্শ করতে দেইনি তোমার স্পর্শ পাব বলে।
তুমি আসবে বলে প্রতিক্ষায় ছিলাম

হু হু লা লা আহা শত সৌরভে গৌরবে

এই শিশির ভেজা রক্তিম সূর্যের আভাসে

এ প্রজন্মের মাতৃগর্ভে প্রত্যয় ভরা কণ্ঠে

গড়তে শিখেছি বাংলা বলা বাংলা বলা।।

 

কত ভূমিষ্ঠ শিশুর পদচরণ আলো পৃথিবী

আলোকিত বিশ্ব করবে বলে একতাই প্রগতি

ভাষার সম্মান রক্ষাতে দিল আত্মহতি-তাদের

পবিত্র রক্তবিনিময়ে পেয়েছি মাতৃভাষা

কতো  যে ভালবাসি আমি তোমাকে ,

হয়তো পারিনি তা আজো বোঝাতে !

 

সৃষ্টি নদীর ঐ দূর পাহাড়ে ।

কুলকুল বয়ে চলে নদী আপন ধারাতে ।

নদীকে সাগর বুকে জড়িয়ে ধরে ।

ভালবাসা দেয় যেন উজাড় করে ।

 

আমিও সাগর ওগো নদী তোমাকে ।

ভালবেসে দিয়েছি ঠাই আমারই

আমরা গরীব,তোমরা ধনী
আমরা থাকি জীর্ণ কুটিরে
তোমরা থাক অট্টালিকায়,
আমাদের ঘর নড়বড়ে
একটু বাতাসে হেলে পড়ে।
তোমাদের ঘর মজবুত
ভূমিকম্প হলেও হয় না কিছু তাতে।
এই কি মোদের ব্যবস্থা
ধনীরা শুধু আরও ধনী হবে
গরীবরা আরও গরীব।
তোমাদের এ রীতি চলবে না আর
আসছি আমরা তাড়াতাড়ি।
আমাদের শোষণ করে
আমাদের পরিশ্রমে
তোমরা আজ

go_top