ইচ্ছে হয় আজকাল,
পাখির ভিতরে ঢুকে যাই।
নিরলস পালক-ওম সরিয়ে ফেলে,
অন্দরে খুঁজে দেখি পরশপাথর।
শরীরের প্রচ্ছদ শুধু বর্তমান,
তাই ফারাকও খুঁজি না প্রশ্বাসে।
দীর্ঘ-ভ্রমণ শেষ হলে-
খুঁজি অস্তমিত ছায়ায়,
ফেলে আসা দুপুরের পাখি।
শেষ বিকেলের লালে রাজ্যপাট বুলি
আর ভোরের ফুলের ঠোঁটে তৃপ্ত চুমুকে-
রোমকূপে খিদে জাগে,খিদে নিরন্তর।
অবাধ বিচরণও সপ্তকে
Top today