রিক্ত বনবীথিকার শাখে জেগেছে কচি কিশলয়
মৃদুমন্দ দখিনা বায় লেগে বয় সর্বাঙ্গে শিহরণ
ধুলোর আবরণ ভেঙ্গে গাছে গাছে অপরূপ সবুজ মায়া নিকেতন
বনান্তরালে ডাকে কুহু কুহু কোকিল
অশোক পলাশ বনে রঙে রাঙিয়েছেন বিধাতা..
রঙিন সুখে আত্মহারায় মন হারায় সেই কৈশোরের দুরন্তপনায়…
শিমুলের পাঁপড়ি ছিঁড়ে ছিঁড়ে আকাশে
অভিমান তোমার
১
আর নতুন করে,
ভাববার অবকাশ কই?
বিরহ আকাশ জুড়ে, তৃঞ্চার হাহাকার
সবে চন্দ্রগ্রহন!
পৃথিবীর অর্ধেক বোধ হয় ঢেকেছে আঁধার
তাই রাতের যাতনায় সীৎকার ভাসে বালু কোনায়
অনিন্দ্য রুপখোর!
নন্দনপুর লুট হয়ে যায়, কালো রাতে
এসেছিল সজ্জন ডাকাতদল।
২
দিন তো আর ফুরায় না,
পথে পথে যায় বেলা পথিক বাউল; আধেক
শ্রাবন্তী চুলে বেণী করবে।মাকে ডাকছে।
-মা,মা?
এমন সময় প্রচণ্ড আলোতে চোখ ঝাঁঝিয়ে গেল।কিছুক্ষণ চোখে কিছু দেখতেই পেল না।চারদিকে যেন প্রচণ্ড অন্ধকার।মিনিট দশেক পর।সবকিছু আবছা আবছা দেখছে।সবকিছু কেমন জানি এলোমেলো লাগছে।আশেপাশে সবকিছু তার বড় অচেনা লাগছে।চারপাশে ভাল করে দেখল।পিছনে তাকাল।তাকিয়ে অবাক হয়ে গেল।তার
চলন্তিকার সবাইকে আনোয়ার ভাই (সম্পাদক ভাই) সহ অনেক সুভেচ্ছা ভালবাসা।
=====================================================
জগতটা হত যদি রুপকথার
অতঃপর তাহারা সুখে শান্তিতে
বসবাস করিতে লাগিল
নটেগাছটি মুড়াল
আমার গল্প ফুরালো।
রুপকথা শেষ হয়
যখন
বাস্তব কি আরম্ভ হয়
তখন?
ভাবি সেভাবে
বলি এভাবে
বাস্তব কঠিন ভারী
নয় তোমার রুপকথা।
ভেবে কি দেখেছি
বিশ্লেষন কি করেছি
রুপকথায় জীবন
বেশী বেদনার
অনেক কষ্টের।
বরফ রাজকন্যা
অথবা