Top today
মার্চ ও স্বাধীনতা
যত্নে বোনা শস্য কণা
অত্যাচারীর আনা গোনা,
পাকা ধানে দেয় যে হানা
সবার মাঝে উত্তেজনা।
অত্যাচারের জবাব দিতে
যার যা আছে সঙ্গে হাতে
ঘর ছেড়ে সব নামলো পথে।
মহান নেতার মহান ভাষণ
সব জনতার মহাজাগরন,
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
হয়নি সেদিন কালবৈশেখি
তুফান কিংবা বজ্রপাত
বেদনাতে ভারি বাতাস,
বাঁচার আকুতি সারা রাত।
প্রতিটিক্ষণ সঙ্কা ভরা
বইছে সবার অশ্রু জল,
নারী পুরুষ সবাই মাঠে
কঠিন সাবার মন বল।
নরপিষাচের উচ্চাভিলাস
সঙ্গী কিছু বিবেকহীন,
দেশমাতাকে ভালবাসেন
মুক্তি কামী নিদ্রাহীন।
দেশের জন্য বীরঙ্গনা দেহ যেন ক্লান্তহীন
কৃতজ্ঞতা ভালবাসা ঋণী মোরা চিরদিন।
আশার প্রদীপ নয়ন জলে,রঙ্গিন স্বপ্ন ডানা মেলে
আসবে সবার শুভদিন।
বাংলামাকে ভালবাসে ঘরছাড়া সব দিনকে রাত
দূরাকাশে শুভ্র আলোয় আঁধার হল কুপকাত।