Today 21 Dec 2025
Top today
Welcome to cholontika

বৃদ্ধাশ্রম

: | : ০৬/০৩/২০১৪

Home

বৃদ্ধাশ্রম ধারনাটি আমাদের দেশে তেমন জনপ্রিয় নয়। আমিও বলতে চাচ্ছি না যে, বাবা – মা বৃদ্ধ হলে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে। কিন্তু তারপরও আমার কেন জানি মনে হয় দেশে পর্যাপ্ত বৃদ্ধাশ্রম গড়ে তোলা দরকার। যখন চোখের সামনে কোনো অসহায় বৃদ্ধ কিংবা বৃদ্ধাকে দেখি তখন আমার পাষাণ অন্তরও তোলপাড় করে উঠে। আমার মনে হয় দেশে যদি পর্যাপ্ত বৃদ্ধাশ্রম থাকতো তাহলে এরা কিছুটা স্বস্তি নিয়ে মৃত্যুর অপেক্ষাটা করতে পারত

দেশের বিত্তবান ব্যক্তিরা দেখা যায় প্রচুর টাকা খরচ করে স্কুল কলেজ ও মসজিদ মাদ্রাসা-এতিমখানা বানাচ্ছেন। সন্দেহ নেই যে, তারা খুবই ভালো কাজ করছেন। তবে পাশাপাশি তারা যদি কিছু বৃদ্ধাশ্রমও তৈরী করেন তবে আমার মনে হয় না যে তারা মসজিদ কিংবা মাদরাসা তৈরী থেকে কোনো কম পূণ্য অর্জন করবেন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top