Top today
মা আমার মা
মা আমার মা
জন্ম দিলেন ধরাতলে
টেনে নিলেন তাঁরই কোলে
দুধ করালেন পান,
সে যে আমার মা জননী
আমার জানের জান।
সোহাগ করেন শাসন করেন
হাসি ভরা মুখে,
তাঁর ছোঁয়াতে ঘুম এসে যায়
আমার দুটি চোখে।
সূর্য আছে মাথার উপর
তারা ও রাশি রাশি
এভূবনে মাকেই আমি
বেশি ভালবাসি।
মা যে আমার চাঁদের আলো
দূর করে দেন আধাঁর কালো,
আমার ভিতর যত আগুন
বিষের যত জ্বালা,
তাঁর দোয়াতে সব নিভে যায়
দূর হয়ে যায় বালা।
আমি যখন কষ্টে থাকি
কাঁদেন আমার মায়,
মায়ের চোখের জলে
যেন সাগর বয়ে যায়।
হে বিধাতা তোমার কাছে
ভিক্ষা শুধু চাই,
আমার মাকে কাছে যেন
সারা জীবন পাই।।
টেনে নিলেন তাঁরই কোলে
দুধ করালেন পান,
সে যে আমার মা জননী
আমার জানের জান।
সোহাগ করেন শাসন করেন
হাসি ভরা মুখে,
তাঁর ছোঁয়াতে ঘুম এসে যায়
আমার দুটি চোখে।
সূর্য আছে মাথার উপর
তারা ও রাশি রাশি
এভূবনে মাকেই আমি
বেশি ভালবাসি।
মা যে আমার চাঁদের আলো
দূর করে দেন আধাঁর কালো,
আমার ভিতর যত আগুন
বিষের যত জ্বালা,
তাঁর দোয়াতে সব নিভে যায়
দূর হয়ে যায় বালা।
আমি যখন কষ্টে থাকি
কাঁদেন আমার মায়,
মায়ের চোখের জলে
যেন সাগর বয়ে যায়।
হে বিধাতা তোমার কাছে
ভিক্ষা শুধু চাই,
আমার মাকে কাছে যেন
সারা জীবন পাই।।