স্বপ্ন

স্মৃতির মাঝ দিয়ে যদি চলে যাই…
অনন্ত গাঁথা আছে মন তুমি তো মুক্ত !
রুপোলী সকাল পেরিয়ে
মন তুমি সবুজ মেখে নাও,হলুদ পাখীর মন
বসন্ত যদি উড়ে যায় তবু
আমার পলাশ ঠোঁট,তোমার চুম্বন আশ
মঞ্জরী গন্ধের শ্বাস,টেনে নেব দীর্ঘ নাসা,
তোমার শরীর ঘ্রাণ,আলতো ফুলের দেহ
না হয় স্পর্শ থাক ছুঁয়ে থাকা স্বপ্ন !