Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বপ্ন

: | : ১১/০৩/২০১৪

lekha

আজো আমি স্বপ্ন দেখি
রাখালেরা গরু নিয়ে যায় মাঠে,
ডিঙ্গি চড়ে জেলেরা ধরে মাছ
খেয়া পারা-পার হচ্ছে ঘাটে ।

আজো আমি স্বপ্ন দেখি
নৌকা চলে হরদম পাল তুলে,
রঙ্গিন হয় জলের রং তাতে
রং ছাড়া সেই গভীর জলে ।

আজো আমি স্বপ্ন দেখি
লাঙ্গল কাঁধে কৃষক মাঠে যায় ,
খেজুর রসে পায়েস হচ্ছে
পিঠা পুলি হচ্ছে তাতে গাঁয় ।

আজো আমি স্বপ্ন দেখি
নতুন ক্ষেতে সাদা বকের সারি
বক ধরতে ছিপ ফেলেছি বারংবার
গুটি কয়েক মেরে…ফিরেছি বাড়ি ।

********* সমাপ্ত **********
তারিখ : ১১-০৩-২০১৪ ইং ।
আমদের ব্লগে লিখুন-

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top