Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তোমার বিয়ে হল ধনীতে

: | : ১৫/০৩/২০১৪

তোমার বিয়ে হল ধনীতে
– মোঃ ওবায়দুল ইসলাম।

বিয়ে হবে তোমার অনেক বড় জায়গাতে
দুচারটা কোম্পানির মালিক, হঠাৎ কারো সাথে,
আমি দেঢ় টাকার কেরানি, ভিক্ষের ছালাটাও আদোয়া;
তোমাকে বিয়ে করার সখ।
সখ কত!! নিন্দুকেরা বলে,
খ্যালার ছলে। অথচ আমার বুক দাউ দাউ করে জ্বলে।

তোমায় ভালবাসার অপরাধে আমি হলাম আদার ব্যাপারি
তুমি হলে জাহাজ; জাহাজের খবরের কি দরকারি
আমার, এও শুনি। অথচ তোমার বিয়ে হল ধনীতে
কিছুতেই আমাকে পারলে না পিছু ফেলতে।
তুমি দৌড়ালে তোমার টাকার গরমে
আমি দৌড়ালাম মনে মর্মে।

২০৭/০২, ফকিরাপুল, ঢাকা।
২৭ ফেব্রুয়ারী ২০১৪

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top