Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বেদনার ভালবাসা

: | : ১৫/০৩/২০১৪

তুমি কি আমাকে ভালবাসতে চাও ?
ভালবাসায় সুখ আছে
দুঃখ আছে,
কখন ও কাউকে ভালবাসতে চেওনা
ভালবাসতে চেওনা আমাকেও
ভালবাসার জন্য হাত বাড়াও বেদনার কাছে ।

তুমি আমায় ভালবাসতে চাও ?
ভালবাসায় বেদনা আছে…
ব্যাথা আছে…
কখনও কাউকে ভালবাসতে চেওনা
ভালবাসতে চেওনা আমাকেও
ভালবাসার জন্য হাত বাড়াও বেদনার কাছে ।

আমাকে ভালবাসতে হলে…
দুঃখকে ভালবাসতে হবে
জয় করতে হবে বেদনাকে,
তবেই আমি তোমার কাছে আসবো…
ভালবাসবো…
আর তুমি পাবে আমাকে ।

*********** সমাপ্ত **********
তারিখ : ০২-১২-২০১৩ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top