Top today
আর লাগে না ভালো
আর লাগে না ভালো আমার আর লাগে না ভালো
কেউ কথা রাখে নাই অবশেষে চলন্তিকা ও সেই দলেতে এলো ।
কোথায় মোদের বসন্ত সংখ্যা কোথায় নতুন রুপ,
এরই কারনে আমরা সবাই হতাশ হয়ে গেছি চুপ।
============================
উতপ্ত হতাশ কবি মনের কিছু কথা যে যেমন ভাবেই নেন না কেন আমার কোন দুঃখ নেই। শুধুই দুঃখ হচ্ছে আবার আপনাদের সকলের মতন একটা প্ল্যাটফর্ম হারাতে হবে সেই কথা ভেবে।