Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আর লাগে না ভালো

: | : ১৬/০৩/২০১৪

আর লাগে না ভালো আমার আর লাগে না ভালো
কেউ কথা রাখে নাই অবশেষে চলন্তিকা ও সেই দলেতে এলো ।
কোথায় মোদের বসন্ত সংখ্যা কোথায় নতুন রুপ,
এরই কারনে আমরা সবাই হতাশ হয়ে গেছি চুপ।
============================
উতপ্ত হতাশ কবি মনের কিছু কথা যে যেমন ভাবেই নেন না কেন আমার কোন দুঃখ নেই। শুধুই দুঃখ হচ্ছে আবার আপনাদের সকলের মতন একটা প্ল্যাটফর্ম হারাতে হবে সেই কথা ভেবে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top