Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

প্লীজ একটা কিছু বলুন!!

: | : ১৬/০৩/২০১৪

 

চলন্তিকায় আপাতত আর নতুন কোনো পোস্ট দেয়ার ইচ্ছা আমার নেই।ইতিমধ্যে আমার মত অনেকেই হয়ত অন্য ব্লগ খুঁজে নিয়েছে।না আমি কাউকে অন্য কোথাও যেতে পরামর্শ দিচ্ছিনা।তবে একটি ব্লগের অপমৃত্যু হোক আমি তা মেনে নিতে পারছিনা।

এমন কী হলো কর্তৃপক্ষ একটি বারের জন্যে কোনো আপডেট দিচ্ছেনা।সময়সীমা তো পেরিয়ে গেল।কই কিছুই তো নজরে আসছেনা।একটি প্রকাশনা বের হবার কথা ছিল।তাঁরও কোনো আপডেট নেই। আমরা কী এই ভাবেই বসে বসে দিন গুণতে থাকব? ব্লগার রা অবসরে যেতে পারেনা। দয়া করে ব্লগ কর্তৃপক্ষ কিছু একটা বলবেন কি?প্লীজ একটা কিছু বলুন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top