Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্পেস-১৪(শেষ অংশ)

: | : ১৭/০৩/২০১৪

হিপ চুপ করে দাঁড়িয়ে রইল।টিপ বলল-তুমি আজ হতে ইনএক্টিভ হয়ে যাবে।এখন হতেই।
হিপ কথা বলতে যাবে,এমন সময় ডিএক্টিভেট করে দেওয়া হল।শ্রাবন্তী মুখটা কিছুটা বিবর্ণ করে বলল-সামনে আমাদের বিপদ।
মহামান্য টিক বলল-কিভাবে বুঝলে?
-আমার মনে হচ্ছে।
-মনে তো অনেক কিছুই হয়।
ফিক মৃদু কন্ঠে বলল-জানেন তো,ওর ইসপি ক্ষমতা আছে।
আফিয়া বিরক্ত হয়ে বলল-এসব এবনরম্যাল কথা বন্ধ করাই ভাল মনে করছি।
টিক বলল-আমরা কি মারা যাচ্ছি?
শ্রাবন্তী বলল-তেমন কিছু মনে হচ্ছে না।শুধু মনে হচ্ছে বিপদ আছে।
-মারা যখন যাচ্ছি না,তবে আমরা যাচ্ছি।
ফিক বলল-আমি শ্রাবন্তীকে ওদের হাতে তুলে দিতে রাজি নই।
-আচ্ছা ঠিক আছে।তবে কি যেতে রাজি?
এই বলে ফিকের দিকে তাকায়।ফিক মাথা নাড়ে।শ্রাবন্তীও রাজি।
সপ্তাহখানেক পর।টিনডিমুটা গ্রহে কেবলমাত্র ল্যান্ড করেছে।নভোযান হতে নামার পর সবাই চেতন হারিয়ে গেল।
-শু,শু?
শ্রাবন্তী বুঝতে পারছে না সে জীবিত না মৃত।
-শু,শু?
-কে?
-আমি টিনডিমুটা গ্রহের অধিবাসী।আপনাকে এ গ্রহে আসার জন্য অভিনন্দন।
-আপনি আমার নাম জানলেন কিভাবে?
-আপনার মাথা স্ক্যান করে সব তথ্য পেয়েছি।
-আমি জীবিত না মৃত?
-আপনার দেহ পুরোপুরি অকেজো হয়ে গেছে।আমাদের পরিবেশে আপনাদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।আবাদত জীবন মৃতের মাঝামাঝি আছেন।
-আমরা কি মারা যাচ্ছি?
-আমরা সাধ্যমত চেষ্টা করছি।খুব শীঘ্রই ভাল হয়ে যাবেন।আমরা কৃত্রিম দেহ লাগিয়ে দেব।
-আমাদের মূল দেহ থেকে কি মাথা একেবারে ভিন্ন হয়ে গেছে?
-একদম।আপনাদের মাথা এখন আমাদের ল্যাবে সংরক্ষিত আছে।
-আমরা কি আর আমাদের গ্রহে ফিরে যেতে পারব না?
-অবশ্যই যেতে পারবে।
-কবে?
-এইতো কয়েকদিনের মধ্যে।
-আমাকে তো আপনাদের গিফট হিসেবে দেওয়ার কথা ছিল।
-আপনি তো এখানে থাকতে রাজি নয়।আমরা কাউকে জোর করি না।আর আপনাদের সব ইনফেরমেশন আমাদের জানা হয়ে গেছে।শুধু শুধু কষ্ট দিয়ে লাভ কি?
-আপনাদের নিয়ে কত জল্পনা কল্পনা ছিল?আপনাদের খারাপ উদ্দেশ্যও আছে,এমন কথাও উঠেছিল নভোযানে।
-জানি।আপনারা কি কি ভেবেছেন,সব আমাদের জানা।আপনাদের এই বলে আশ্বস্ত করতে পারি যে অন্য গ্রহ আক্রমণ করা আমাদের নীতিবিরুদ্ধ।এটা আমরা কখনই করব না।
-ক্ষমা করবেন।
-না না কি বলছেন?এমন ভাবনা তো হতেই পারে।
কয়েকদিন পর।
-শু শু?
-এইতো আপনাদের পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি।
-ধন্যবাদ।
-উপহার হিসেবে আমাদের সমস্ত জ্ঞান দিয়ে দিলাম।আর পৃথিবীতে যাওয়ার পর আপনারা একেবারে আগের মত ভাল মানুষ হয়ে যাবেন।আর মাঝখানের সময় স্বপ্ন দেখতে দেখতে যাবেন।বিদায়।আবার আসার আমন্ত্রণ রইল।
সাথে সাথেই শ্রাবন্তীর সামনে দুটি ছেলের ছবি ভেসে উঠে।দুইজনেই বিস্মিত হয়ে তাকিয়ে আছে।তার খুব পরিচিত মুখ।তাদের নাম যেন কী,কিছুতেই মনে পরছে না।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top