Top today
ভালবাসা? সে তো তোমারি শেখানো বুলি
ভালবাসা? সে তো তোমারি শেখানো বুলি
– মোঃ ওবায়দুল ইসলাম।
তোমার দোষে আমি দোষী
কষ্টগুলো ও আমার; আমিই পুষি
অথচ ভালবাসা? সে তো তোমারি শেখানো বুলি
জ্বলে পুড়ে অঙ্গার হলাম নিজেই জ্বলি।
তুমি কামালে পুত পবিত্রের নাম
আমাকে দিলে যত কুৎসিত দূর্নাম
অথচ ভালবাসা? সে তো তোমারি শেখানো বুলি
কটক্ষ করেছ আমায়, দারিদ্রতা, ভিক্ষার জুলি।
২০৭/০২, ফকিরাপুল, ঢাকা।
১০ মার্চ ২০১৪