Top today
হে তারুন্য
হে তারুন্য
ডাকের অপেক্ষা নয়,
আমিই স্রোতশ্বীন
ধর আমার হাতে হাত,
মিলাও কন্ঠস্বর
বয়ে যাবো রাত দিন…..
তীব্র বেগে চিতা সম
আগুনের দহনের মত
তাপ উদগীরন করে
অমসৃন পথকে দামিয়ে
সামনে বহমান
তুমি তারুন্যের জয়গান…।
হে তারুন্য,
পরাজিত কর সকল
শিকল বাধনের বেড়াজাল
তুমি মরা জীর্ন সীর্ন কাঠে
সবুজের জয়গান…
তুমি দীপ্ত কন্ঠস্বর
প্রতিবাদ মুখর কোন ভরা জনসভায়
তুমি শক্ত হাতিয়ার
লক্ষকোটি নীপিরিত প্রানের পিপাশার,
তুমি থেমোনা কোন অযথা হতাশায়
যাও এগিয়ে চির অম্লান কোন
ভরা যৌবনা নদীর মত
তুমি বাড়াও তোমার হাত
সকল অনাচার ম্রিয়মান….। (আংশিক)
( সাঈদ চৌধুরী রচনাকালঃ ১২/০৩/১৪ইং সকাল ৮টা )