মাননীয় সম্পাদক, আমার সালাম নিবেন । আপনার সবকিছু ঠিক হতে আর কতদিন লাগবে, শুধুমাত্র সেটা জানালে আমরা একটু স্বস্তি পাই । আর এটুকু অধিকার আমাদের আছে নিশ্চয়ই বলে মনে করি । ধন্যবাদ ।
Top today
বা হতে ডানে-
১)Ragnar Granit
জন্ম: ৩০ অক্টোবর ১৯00, হেলসিংকি, ফিনল্যান্ড।
মৃত্যু: ১২ই মার্চ১৯৯১, স্টকহোম, সুইডেন।
পুরস্কার প্রাপ্তির সময় যেখানে কর্ম রত ছিলেন: Karolinska Institutet, স্টকহোম, সুইডেন।
২) Haldan Keffer Hartline
জন্ম: ২২ডিসেম্বর ১৯০৩ , Bloomsburg, PA, USA
মৃত্যু: ১৭ইমার্চ ১৯৮৩, Fallston, MD, USA
পুরস্কার প্রাপ্তির সময়
পূর্বরাগ, কালান্তর
১
এমন দিনে,
ঝরা পাঁপড়ির পদ্মলোচন
আহাম্মকের মত হাসতে হাসতে কেঁদে ফিরে।
ফুলের রেণুর বাসন্তি আবির;
হাওয়ার টানে উড়ে উড়ে ঘুড়ে ঘুড়ে
নিষিক্ত বরণে মিলনের পূর্বরাগ।
২
পাখির ঠোঁটে এখন বড়ই মায়া
আমলকির ডালে টোনাটুনির বাসা বেঁধেছে
ভালোবাসায়।
গলায় পরা সাতনরী হার; চঞ্চল পায়ে নূপুর
বসন্ত দুপুর ঝিরঝিরে হাওয়া
ধূসর পালকে বিলিকেটে