পাহাড় থেকে পতন হয়েছে সমতলে
এখন তোমার অধঃপতন পাতালে।
আমি দেখতে চাই তুমি কতটা নিচে নামতে পারো।
যতটা নিচে নামলে অন্ধকার হবে গাঢ়।
স্বার্থপরতার মাধ্যাকর্ষণ টানে বাড়ছে তোমার পতনের গতি।
শূন্যে ভেসে আছ ভেবে তোমার ঘোরের ভিমরতি।
ছিঁড়ে গেছে পতন রোধের তোমার বিবেক দড়ি।
বাধাহীন তোমার অধঃপতন;ঘুরছে
Top today