Top today
বিবেক এক আজিব জিনিস
বিবেক এক আজিব জিনিস
কখনও চুপসে থাকে
অনেক খারাপ কাজেও
আবার কখনও জাগ্রত হয়
ভালো কাজের আগ্রহে….
বিবেক তুমি চুপ থেকোনা
কোন নষ্ট কাজে,
মানুষের কষ্টের সময়ে
অথবা কারও অসহায়ত্বে
চার মনের এক মন
যদি বিবেক হয়
তবে তুমিই পারো
রুখে দিতে, বাধা দিতে
ফেরাতে মানুষকে অপকর্ম থেকে….
বিবেক এক আজিব জিনিস
কখনও স্পষ্ট কথা বলে
কখনও চুপ থেকে
সায় দিয়ে যায় মনের বিরুদ্ধে
অপরাধের কোন বিষয়ে
অথবা নিষিদ্ধ পথে…..
তবুও আনমনে যে বাধঁ সাথে
তার নামই বিবেক বলে ।
বিবেক তুমি গর্জে ওঠো
সকল অন্যায়ের বিরুদ্ধে
পাপগুলোকে ধুয়ে দাও
সাদা মনের মানুষ দিয়ে
বিবেক এক আজিক জিনিস
তোমাতেই মানুষ শুদ্ধ থাকে….