Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

সুখ ??? জিনিসটা আসলে সোনার হরিন???

: | : ১০/০৪/২০১৪

সুখের ই পৃথিবী
সুখের ই অভিনয়
আসলে কেও সুখী নয়।

(আইয়ুব বাচ্চুর একটি গান)

ঘর থেকে বাহিরে আপন পর প্রতিবেশী সবাইকে জিজ্ঞাসা করি যখন
“কেমন আছেন” কাওকে পাইনা ১০০ পারসেন্ট ওয়ার্ম পরিতৃপ্ত হসিমুখে
বলতে হ্যা আমি সুখী ।
সবার হাজার ধরনের সমস্যা।

এজন্য মনে হচ্ছে সুখ ???
জিনিসটা আসলে সোনার হরিন???

মনে প্রশ্ন আসে
আমরা সবাই কি সুখী?
কতটুকু সুখী?

নাকি সুখে থাকতে চাই
তাই ভান করি।
সবসময় কেন যে মনে হয়

কি যেন নাই
কি যেন পাই নাই।
এরকম অপ্রাপ্তির বেদনা
হাহাাকার আমার মনে হয় মানুষ মাত্রে আছে।

কবিগুরু স্বয়ং বলেছেন
আমি যাহা চাই
তাহা ভূল করে চাই।
যাহা পাই তাহা চাইনা।

কি এক বিপূল হাাহাকার।
মানব মাত্র তার মুখোমুখি হয় প্রতিনিয়ত ।
রুনালায়লার এই গানটা ছোটবেলায় অনেক পছন্দের ছিল

সুখরে তুই আর কতকাল
খেলবি লুকোচুরি
তুই পালিয়ে বেড়াস নিশিদিন।

সবাইকে জিজ্ঞসা করছি
কে কেমন সুখী ঠিক এই মুহূর্তে ?সুখটা ক্ষনস্থায়ী এটাই যা প্রবলেম।
তারপর বলি সবাইকে ক্ষনস্থায়ী সুখটাকে ধরে রাখি স্মৃতিতে যা দুঃখের সময়ে
স্মৃতি রোমন্থনে সাহায্য করবে।

সবাইকে বলছি
শুভ সকাল/শুভ রাত(যার যে সময়)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top