Top today
হৃদয়পুরে দেশান্তরী-১৯
দেখেছি সেদিন গুঁজেছো খোঁপায় টকটকে এক লাল গোলাপ !
অনিন্দ্য শোভা মাতাল করেছে ভুলিয়ে দিয়েছে হাজার পাপ !
রূপের আগুনে ঘৃতাহুতি দিতে গোলাপ করেছে জীবন দান !
তোমার রূপের নজরানা দিতে তৈরি রেখেছি এ গর্দান !
দেখেছি সেদিন গুঁজেছো খোঁপায় টকটকে এক লাল গোলাপ !
অনিন্দ্য শোভা মাতাল করেছে ভুলিয়ে দিয়েছে হাজার পাপ !
রূপের আগুনে ঘৃতাহুতি দিতে গোলাপ করেছে জীবন দান !
তোমার রূপের নজরানা দিতে তৈরি রেখেছি এ গর্দান !