Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

গভীর নিশিথে ঘুম ভেঙ্গে যায় কে যেন আমারে ডাকে সে কি তুমি সে কি তুমি।

: | : ১২/০৪/২০১৪

গভীর নিশিথে ঘুম ভেঙ্গে যায়
কে যেন আমারে ডাকে সে কি তুমি
সে কি তুমি।
(জগন্ময় মিত্রর গান সম্ভবত)

গভীর রাতে যখন ঘুম ভাঙ্গে তখন একদেড় ঘন্টা কিছুতেই ঘুম আসতে চায়না।সব আপনজন দের কাছে শুনি তাদের নাকি অনেক কান্না পায়।সব অপ্রাপ্তি বেদনার কথা মনে পড়ে যায়।ওই সময় টা মানুষ সম্ভবত আপন অস্তিত্বে বুদ হয়ে পড়ে।কি পেলাম কি হারালাম সেই হিসাব নিকাশ কষতে বসে যায়।আমার কখন আজ পর্যন্ত বিষন্নতার অনুভূতি হয়নি কেন না আমি একটা একটা চমৎকার ইউনিক জিনিস খুজে পেয়েছি দিনের বেলায় মাঝে মাঝে কতদিন কতঘটনায় যদিও চোখে পানি চলে আসে গভীর রাতে এই সময়টা অনেক আপন অনেক ভালবাসার।মনে হয় এই একজন আছে যে আমাকে দেখছে অনেক ভালবাসার দৃষ্টিতে।আমি যা বলি বা ভাবি বোধ হয় তিনি খুব কাছ থেকে আমার সব কথা শুনছেন।আমার পালনকারী সৃষ্টিকর্তা ।সৃষ্টিকর্তাকে যত গভীরভাবে বোধ করা যায় সেই সময়টায় তত গভীরভাবে সম্ভবত দিনের অন্য সময় বোধ হয়না।তখন তাহাজ্জুদ নামাজ বা দোয়ায়ে হাবিবী (কুম কুম ইয়া হাবিবী কাম তানামু আযাবা ল মুহিব্বী কাইফা ইয়ানামু) আমি মুসলিম সেহেতু নিজের ধর্মবিশ্বাস থেকে বললাম।কিন্তু প্রতিটি মানুষ তার আপন ধর্ম বিশ্বাস নিয়ে আপন প্রভূর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে তবে অত্যাশ্চর্য এক উপলব্দির সম্মুখীন হবেন নিঃসন্দেহে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top