Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

গুচ্ছ কবিতা-০৭

: | : ১২/০৪/২০১৪

মেঘের মত অভিমান তার


বৃষ্টি আর মেঘের মত
এমনি আত্মিক স্বজন ছিল, বুঝি সে!
মেঘ যেমন শত আদরে
পায় না বৃষ্টির ভালোবাসা; বার বার তাকে
নিঃস্ব হতে হয় নিরন্তর


তাইতো মেঘ পরম্পরা রিক্ত
হাওয়ার সাথেও প্রত্যহ পরকীয়া
ধানি ফসলের ক্ষেতের মত
বার বার হাল চাষে তিক্ত বিরক্ত
দীর্ঘশ্বাস ফেলে ঐ আকাশ পানে
স্বপ্ন খাঁজে অপমৃত্যু সব চাওয়ার
রক্ত মজ্জায়;
ভালোবাসার বীজ বুনে প্রত্যহ


আকাশের মাঝে
ব্যপক ফারাক
দূরত্ব ঘন শূন্যতা,যে শূন্যতায়
বাসা বেঁধেছে জন্মাবধি
চির বিরহী শঙ্খচিল; বুকের গভীরে
না পাওয়া ছিল তার যত দীর্ঘশ্বাস
তবু বাঁচার জন্য
মেঘের মত অভিমান তার

১৪২০@ ১২ ফাল্গুন, বসন্তকাল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top