অনেক কষ্টে নববর্ষ নিয়ে লেখা……..
আজকের থেমে থাকা বর্তমান অথবা ফেলে আসা অতীত এর কোনটাই আমাকে আর অত ভাবায় না । খুব বেশী ভবিষৎত চিন্তাও নেই আমার মাঝে । এর একটা কারন হতে পারে আমার কোন গৌরবউজ্জ্বল অতীত ছিল না এবং সম্ভাবনাময় ভবিষৎত ও নেই । অবশ্য এই নিয়ে দুশ্চিন্তার কিছু দেখি না । বরং একপ্রকার উপকারিতা আছে এর মাঝে । কেননা আমার অতীত এবং বর্তমান বিবেচনায় কেউ আমায় নিয়ে তেমন কিছু আশা করার আক্ষেপ রাখে না । যার ফলে আমি একপ্রকার চাপমুক্ত । বলতে গেলে নো টেনশান জীবনযাপন করছি । এই নো টেনশান জীবনযাপনের সুবিধা ব্যাপক । কেননা প্রতিটি দিনই প্রায় একইরকম যায় । এটাকে ফটোকপি লাইফ বলা চলে । ফলে আমাকে আগামীকাল কি করতে হবে তা চিন্তা করতে হয় না । শুধুমাএ আজকের দিনটুকুর হিসাব রাখলেই চলে । তারপর কপি পেষ্ট । ব্যস আগামী খতম ।
বিজ্ঞজনের মতে জীবনে বৈচিএ্য থাকা ভালো । এতে কর্মস্পৃহা বাড়ে, জীবনে সাফল্য আসে । বিজ্ঞমত অস্বীকার করার আপন দৃষ্টিভঙ্গি কদাচিৎ নিজেকে সন্তুষ্ট করলেও এর ব্যাপক কার্যকারিতা অস্বীকার করতে পারি না । কিন্তু জীবনে বৈচিএ্য আনার জন্য যে কম-বেশী বল আবশ্যক তা পাবো কোথায় ? শিল্পসাহিত্যের ভাষায় এই বল অর্ন্তনিহিত । তাই বাহিরে খুঁজতে যাওয়া অর্থহীন । সমস্যা হলো আমি এভাবেই একজন মূর্খ পর্যায়ের লোক । তারউপর সাহিত্যে জ্ঞান ঋনাত্বক । তাই আমি যদি কেবলমাএ সাহিত্যের উপর নির্ভর করে নিশ্চিন্ত থাকি তাহলে আর আমার বল পাওয়া হবে না । তাই পারিপার্শ্বিক দিকেও তাকানোর চেষ্টা করি মাঝে মাঝে । এই যেমন আগামীকাল পহেলা বৈশাখ । বল খুঁজে পাওয়ার অতি উৎকৃষ্ট এক দিন । কেননা পুরো জাতি একপ্রকার পুর্নজন্ম নিবে আগামীকাল । আমারও নেয়া উচিৎ । তাই আমি পুর্নজন্ম নেয়ার জন্য উঠে পড়ে লাগলাম । এইক্ষনে আমি ভুলে গিয়েছিলাম ব্যর্থ মানুষ হিসাবে আমার একটা সুপরিচিতি আছে । তাই আমার উদ্যেম শূন্যতে নামতে বেশী সময় নিল না । আমার মনে এলো হাজার টাকায় পান্তা ইলিশ খেতে যাওয়া অযৌক্তিক । একদিনের বাঙ্গালী সাজা অনর্থক । ভন্ডামীও বটে । আর যাই হোক নিজের সাথে ভন্ডামী করার যথেষ্ট যোগ্যতা এখনো আমি অর্জন করতে পারিনি ।
আমার বল খুঁজে পাওয়া হলো না । হলো না পুর্নজন্ম নেওয়া । সংস্কার ভাঙ্গার সাহসও আমার নেই । তাই আমি আমার সীমাবদ্ধ পৃথিবী নিয়ে পড়ে থাকলাম । আমার সম্ভাবনা সীমিত হলেও অগনিত মানুষের সম্ভাবনা অসীম । তারা নিশ্চয়ই সমস্ত সংস্কার ভেঙ্গে আমাদের সামর্থ্যটুকুকে সত্যিকারভাবে উপলব্ধি করবে ।
শুভ নববর্ষ ।
…………………………………………নিঃশব্দ নাগরিক ।