Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

নির্বোধ যন্ত্রণা

: | : ১৪/০৪/২০১৪

কেন জানি হাঁসি কান্নার তফাৎটা
আমি আজও ভালো বুঝিনা।

হাঁসি কান্নার তফাৎ খুঁজতে গিয়ে
ফুলে ফুলে নিরীহ মৌমাছির গুঞ্জনে
আমি দ্রোহের আগুন দেখেছি।
পূর্নিমার রাত্রিতে বিদগুটে আঁধার
আমি বার বার স্পর্শ করেছি।

আজকাল হাঁসি কান্নার নিখুঁত অর্থ
আমি কোনটাই ভালো বুঝিনা।

এই যেমন কারো অট্ট হাঁসি
এর আড়ালেও নাকি থেকে যায়
ভয়ানক কোনো কারসাজি।
কারো কান্নায় নোনা জল ঝরে
কারো নাকি হৃৎপিণ্ডের স্পন্দন বাড়ে।
কেউ কাঁদতে কাঁদতে হাঁসে
কেউ বা হাঁসতে হাঁসতে কাঁদে।

কেন জানি হাঁসি কান্নার ওই তফাৎটা
আমি আজও ভালো বুঝিনা।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top