Today 10 Jan 2026
Top today
Welcome to cholontika

বোশেখ

: | : ১৪/০৪/২০১৪

পুড়ে পুড়েই সামনে চলি নেই তো চলার শেষ
পোড়া বুকের আগুন -দহন নিয়েও আছি বেশ
চোখের পাতায় সুখ নাচে না নাচে বুনো জল
শুকনো নদী তবু বাজে বৈঠা ছলাৎ ছল
ঋতুর মেয়ে ঘোরে ফেরে কালের পাড়ায় ঋণ
বোশেখ আনে নতুন আলোর স্বপ্নময়ী দিন
আখড়া গুলোয় বাউল মাতে যুবক ছাড়ে ঘর
বদনা বিয়ের গানে আসে বোবা মেয়ের বর
আদিখ্যেতায় বউচি খেলি কোথাও নেই সুখ
নিশি পেঁচার ডাক শুনতে যুবতী উন্মুখ
নাবিক খোঁজে নীল দরিয়ায় নকসী কাঁথার মাঠ
দূর্মুখেরা দেয় পাহাড়া সোজন বেদের ঘাট
প্রতিবাদের মশাল হাতে ওড়ে কালো মেঘ
ঝুমুর তালে কন্যা হাঁটে বাড়ে যে উদ্বেগ।
জীবন বেলার মানচিত্রে রঙিন তুলির টান
বোশেখ এলেই ছন্দে সুরে গাই নতুনের গান।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top