Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বাগতম নববর্ষ !

: | : ১৪/০৪/২০১৪

10003989_663249207043586_3804397225957799273_n

আবার নববর্ষ এলো।

পা পা ফেলে কবে যে সে গিয়েছিল চলে !

আবার ধীর তার পদার্পণ।

 

স্বাগতম নববর্ষ !

চক্রাবর্তে বারংবার তোমার ফিরে আসা,

অতীত সুখ দুঃখ সমস্ত ঝেরে ফেলে–

আবার বুক বাঁধা আশার পসরা–

জীর্ণ ধূলি উড়ে গেল কত,

রাখালিয়া বাঁশির তানে কত যে এলো গেলো

ফেলে আসা বিরহ ব্যথা,

তবু চোখ জ্বলে ওঠে নতুন আলোক উৎসে,

সার বাঁধা স্বপ্নের সিঁড়ি ধাপ

তুলে ধরে ভোরের সূর্যালোক–

মনের বুনন এঁটে বসে থাকি

আরও একটা নববর্ষ ঘিরে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top