অক্টো পাস
জীবন যুদ্ধে নেমেছি আমি লক্ষভ্রষ্ট সৈনিক,
শতকোটি বর্ষ ধরেকাটিয়েছি ব্যারাক জীবন,
সহসা যুদ্ধে যাত্রা কমান্ডু এক ।
প্রশিক্ষণহীন নব সৈনিক রিক্রোট একাকী ।
প্রতিবাদী চি্ৎকার দিয়ে যে যাত্রার শুরু
সমাপ্তি অশ্রুজলে ।
সেনাপতি দাঁঢ়িয়ে আলাক বর্ষ দূরে ,
তবু যুদ্ধ চলছে নির্বি্ঘ্নে ।
নির্দেশহীন অচল সৈনিক, জীবন মৃত্যু,
সৃষ্টি, ধ্বংস সকলই কুক্ষিগত সেনাপতির ।
যুদ্ধ চলেছে , যুদ্ধ চলছে , চলবে অহোরাত্র ।
পরাজিতের বিচার অনিবার্য,
স্বাধীনতা নেই অষি চালনার, তবু বিচার,
তবু কাঠগড়া ।
ঘুড়ি উড়ছে আকাশে লাটাই মুষ্ঠিবদ্ধ,
ইঙ্গিতে নাচে যেন ভল্লুক সার্কাসের ।
নেই নিয়ম ভাঙ্গার ক্ষমতা , তবু
সংবিধিবদ্ধ সতর্কীকরণ ঝুলছে মস্তকে ।
বিনা ইঙ্গিতে পাতা নড়েনা বৃক্ষের,
তবু জবাবদিহীর বাধ্যবাদকতা ।
যেন অক্টোপাসে আটকে ধরা জীব ।
নিয়ম নেই সৃষ্টিতে,অনিয়মের হোতা
স্রষ্টার বিধান , বৈপরিত্য সর্বত্র ।
শাসন, শোসন, তোসন অহোরাত্র ।
তবু বিধান, কাঠগড়া, বিচার ঘুড়ির ।
যদিবা জবাবদিহীতা ধুমপায়ীর,
তবে কেন এ সংবিধিবদ্ধ সতর্কীকরণ ?
আমি ছিড়তে চাই তোমার বাধন,
চাই স্বাধীনতা, যদি হতে হয় সন্মুখীন বিচারের,
তবে ছেড়ে দাও লাটাই ঘুড়ির । উড়তে চাই,
ঘুড়তে চাই সারা জাহান,ফিরতে চাই
সৃষ্টির শুরু যেখানে । ।