Top today
হৃদয়পুরে দেশান্তরী-২০
ঘোমটা টেনে দিচ্ছিলি তুই, বাজলো কাঁকন,ঝনাৎ !
বুকের ভেতর সবটুকু কাঁচ বিদীর্ণ তৎক্ষণাৎ !
কাঁচের ঘায়ে বুকের ভেতর প্রবল রক্ত ক্ষরণ !
তুই না ছুঁলে এবার আমার কে ঠেকাবে মরণ !
ঘোমটা টেনে দিচ্ছিলি তুই, বাজলো কাঁকন,ঝনাৎ !
বুকের ভেতর সবটুকু কাঁচ বিদীর্ণ তৎক্ষণাৎ !
কাঁচের ঘায়ে বুকের ভেতর প্রবল রক্ত ক্ষরণ !
তুই না ছুঁলে এবার আমার কে ঠেকাবে মরণ !