Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

লিমেরিক : বন্ধুরে

: | : ১৯/০৪/২০১৪

হায়রে আমার বন্ধুরে
চলে গেলা কোন দূরে
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে
শহর থেকে গাঁ ও ।
হায়রে পরান বন্ধুরে
খুঁজবো আমি কোন বনে
আমায় তুমি বলে দিয়ে যাও।।
ব্যাথা দিয়ে বন্ধুরে
কি সুখ পা ও অন্তরে
আমায় তুমি একটিবার সুধাও ।
হায়রে আমার বন্ধুরে
চলে গেলা কোন দূরে
খুঁজে বেড়াই সবখানে
শহর ছেড়ে গাঁ ও ।।
তুমি যদি চাঁদে যাও
আমায় সাথে নিয়ে যাও
চাঁদের আলোতে মোরা খেলবোরে..
হায়রে আমার বন্ধুরে
চলে গেলা কোন দূরে
আমায় তুমি সাথে নিয়ে যাও। ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top