Top today
লিমেরিক : বন্ধুরে
হায়রে আমার বন্ধুরে
চলে গেলা কোন দূরে
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে
শহর থেকে গাঁ ও ।
হায়রে পরান বন্ধুরে
খুঁজবো আমি কোন বনে
আমায় তুমি বলে দিয়ে যাও।।
ব্যাথা দিয়ে বন্ধুরে
কি সুখ পা ও অন্তরে
আমায় তুমি একটিবার সুধাও ।
হায়রে আমার বন্ধুরে
চলে গেলা কোন দূরে
খুঁজে বেড়াই সবখানে
শহর ছেড়ে গাঁ ও ।।
তুমি যদি চাঁদে যাও
আমায় সাথে নিয়ে যাও
চাঁদের আলোতে মোরা খেলবোরে..
হায়রে আমার বন্ধুরে
চলে গেলা কোন দূরে
আমায় তুমি সাথে নিয়ে যাও। ।
চলে গেলা কোন দূরে
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে
শহর থেকে গাঁ ও ।
হায়রে পরান বন্ধুরে
খুঁজবো আমি কোন বনে
আমায় তুমি বলে দিয়ে যাও।।
ব্যাথা দিয়ে বন্ধুরে
কি সুখ পা ও অন্তরে
আমায় তুমি একটিবার সুধাও ।
হায়রে আমার বন্ধুরে
চলে গেলা কোন দূরে
খুঁজে বেড়াই সবখানে
শহর ছেড়ে গাঁ ও ।।
তুমি যদি চাঁদে যাও
আমায় সাথে নিয়ে যাও
চাঁদের আলোতে মোরা খেলবোরে..
হায়রে আমার বন্ধুরে
চলে গেলা কোন দূরে
আমায় তুমি সাথে নিয়ে যাও। ।