Today 28 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হাত বাড়িয়ে ডেকো

লিখেছেন: এম এ সবুর | তারিখ: ১১/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 2326বার পড়া হয়েছে।

যত দুরেই থাকি, যতু ভলেই থাকি
হাত বাড়িয়ে ডাকলেই কাছে অাসবো,
শ্রাবণের বৃষ্টি হয়ে তোমায় ভিজাবো
বসন্তের ফুল হয়ে গন্ধে মিশে যাবো।

তুমি শাড়ীর অাঁচল উড়িয়ে দিও
পুবালী বাতাস হয়ে ছুঁয়ে যাবো,
খোলা জানালার ফাঁক দিয়ে এসে
চাঁদের অালো হয়ে তোমায় দেখে যাবো।

তুমি দু-হাত বাড়িয়ে ডেকেই দেখো
সুবোধ বালকের মতো ধরা দেব অামি
ভুলে অভিমান তোমার বুকের পাজরে,
তুচ্ছ করে সকল বাঁধা অামি ফিরবোই।

অাবার সাবার করে দেব বিষ পেয়ালা
তুমি নিজ হাতে তুলে দিও এ হাতে,
তোমার কোলেই মরতে সাধ হয় অামার
তুমি অারেকবার ডেকো হাত বাড়িয়ে।

২,২৯৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৬ টি
সর্বমোট মন্তব্য: ২৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১৭ ০২:৫৯:০৯ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    নিদারুণ ভালবাসার প্রকাশ –
    “তোমার কোলেই মরতে সাধ হয় অামার
    তুমি অারেকবার ডেকো হাত বাড়িয়ে।”
    বেশ ভাল লাগল। কবিকে শুভেচ্ছা রইল।

  2. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    কবিতা বেশ ভালো লাগলো
    সুন্দর তো লিখা
    ছন্দ অন্ত্যমিল
    অসাধারণ

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ভালবাসার কবিতা ভাল লাগল

    আবার হাত বাড়িয়ে ডাকুক সেটাই চাই

    শুভেচ্চা কবি

  4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    //তুমি দু-হাত বাড়িয়ে ডেকেই দেখো
    সুবোধ বালকের মতো ধরা দেব অামি
    ভুলে অভিমান তোমার বুকের পাজরে,
    তুচ্ছ করে সকল বাঁধা অামি ফিরবোই।//
    আবার হাত বাড়িয়ে ডাকুক আর আপনিও সকল বাঁধা তুচ্ছ করেই ফিরুন !
    শুভেচ্ছা ও শুভ কামনা কবিকে ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top