Today 28 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

নীলিমার বিপরীতে সম্ভাবনা

লিখেছেন: আহমেদ ফয়েজ | তারিখ: ২২/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 2059বার পড়া হয়েছে।

aaaaa-300x201
কাঠ ফাঁটা রোদ কিংবা ভীষণ বৃষ্টির তোপেও
এগিয়ে চলতে চায় কফিলউদ্দিনরা
বেঁচে থাকার অদম্য বাসনায় ভোর দেখে নিয়ত
শিশির মাড়িয়ে এগিয়ে চলে সম্ভাবনার দিকে।

একদিন এমন ইচ্ছে করে তাদের
পৃথিবীটা হঠাৎ হাতের মুঠোয় এনে
স্বজোড়ে চিৎকার করে জানিয়ে দিতে
‘কেন আমরা কেবলই কাফিলউদ্দিন-
পাথরের স্পর্শে তোমরা শুধুই পাথর!
যার সাথে যুদ্ধ করছি আমরা
কফিলউদ্দিনরা!’

শব্দগুলো বের করতেওতো শক্তির প্রয়োজন!

শব্দগুলো বের করতেওতো দমের প্রয়োজন!
তা নিজের ভেতরে বেজে উঠে প্রতিধ্বনিত হয়
রেল গাড়ির পুরাতন বগির সাথে।
পান্তাভাত আর পোড়া মরিচে ভাগ বসায় তবু ছেলে
আকিজ বিড়ির আগুন সেঁকে, ধুলো মাখা সরিষার তেল মাথায় মেখে
যাত্রা করে প্রতিদিনকার মতো
সূর্য তাপের আলোক পেরিয়ে।
ঠিকানা সেই পরিত্যাক্ত মালবাহি রেলের বগি,
পাথরের সাথে যুদ্ধ করতে
যেখানে নীলিমার বিপরীতে তাদের ‘সম্ভাবনা’।

২,১৫৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখালেখির জন্য কাজ করি। পড়ি। লিখি। লেখা হয় কিনা জানি না। কাজ করছি একটি এনজিওতে। এছাড়া পাক্ষিক সময়ের বিবর্তন’র সহকারি সম্পাদক হিসেবে কাজ করছি প্রায় ১০ বছর ধরে।
সর্বমোট পোস্ট: ৩০ টি
সর্বমোট মন্তব্য: ২৭৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০৫ ১৩:২০:৫৮ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

  1. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    মেহনতি মনুষের কথা সুন্দরভাবে ফুটে ওঠেছে ।

  2. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    ও পিছিয়ে পড়া মানুষের কথাও, ধন্যবাদ ।

  3. সুমাইয়া বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

    ভাইয়া কবিতার জন্য ধন্যবাদ। আরো লিখো।

  4. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

    আপনার কবিতাটি ভাল লাগল।

  5. আহমেদ ফয়েজ মন্তব্যে বলেছেন:

    কৃতজ্ঞতা। ভালো থাকুন।

  6. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    কবিতাটি বেশ লেগেছে।

  7. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    মেহনতি মানুষের করুণ চিত্র ফুটে উঠেছে আপনার কবিতায়।

  8. আসমা নজরুল মন্তব্যে বলেছেন:

    গরিব দুঃখীর চিত্র ফুটে উঠেছে।

  9. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    বেশ লিখেছেন তো ! অনেক অনেক ভাল লাগল ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top