নোটিশ
আমার ছায়াটা
এই লেখাটি ইতিমধ্যে 2202বার পড়া হয়েছে।
আমার ছায়াটা
আমার ছায়াটা বড্ড বেশী অসাবধান হয়ে উঠেছে
ইদানীং কেমন যেন কিছুটা বেপরোয়া হয়ে উঠেছে সে।
খুব কাছে থেকে আমাকে দেখে দেখে এখন ক্রমাগত দূরে সরে যাচ্ছে।
খুব কাছে থেকে গন্ধ শুকে স্বাদ নিয়ে,
এখন ছুটে যায় ক্রমাগত; অন্যত্র-
আমার ছায়া, আমার প্রতিবিম্বটা
ইদানীং কেমন যেন অপরিচিত লাগে
আমার ছায়াটা
আমার মত পোশাকে আবৃত হয়
হাটে, অঙ্গ বি¯তৃত করে, শ্বাস নেয়
তবু ক্রমাগত একপেশে শোয়।
একটু একটু করে অবাধ্য হতে হতে
কিছু পথ দূরে-
আমার ছায়া, আমার প্রতিবিম্বটা।
২,২৯৬ বার পড়া হয়েছে
লক্ষণ খারাপ, কবিতা ভালো লেগেছে
লক্ষণ খারাপ কেন ভাই? কৃতজ্ঞতা মন্তব্য করার জন্য।
উপরে শিরোনামটা লিখতে মনে হয় ভুলে গেছেন!
হ্যাঁ আমির ভাই, এই ভুলটা আমার হয়ে যায়। পরে আবার এডিট করতে হয়। আজও তাই হয়েছে। ধন্যবাদ।
অবশেষে শিরোনামটা পের্য়ে খুশী হলাম।
হ্যা একটু একটু করে অবাধ্য হয়ে দূরে যাচ্ছে।সত্যই বলেছেন।
আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমার ছায়াটাকে আমারই নিয়ন্ত্রনে রাখতে হবে। কৃতজ্ঞতা
আমার ছায়া,ভাল লেগেছে কবিতা।ধন্যবাদ।
ধন্যবাদ তাপসকিরণ আপনাকে।