ভিন্ন ধর্মী কবিতা ” নির্মম সত্য “
এই লেখাটি ইতিমধ্যে 5516বার পড়া হয়েছে।
ওগো প্রিয়তমা , এসো , এসো ।
আমার পাশে বসো ।
তোমাকে একটি বাণী শোনাব ।
সংশয়হীন যা চিরন্তন সত্যি ।
হ্যাঁ , নিশ্চই এতে মিথ্যের লেশ মাত্র নেই ।
তুমি হাত দাও , দাও বলছি ।
এটাতো আমার কন্ঠনালী ।
এখানে নয় একটু নিচে দাও ।
না , না , এখানেও নয় ।
এটাতো আমার বক্ষ ।
এখানে বাস করে , সপ্ত নরকের কষ্ট ।
অবিরাম প্রজ্জ্বলিত অগ্নি ।
হরেক রকম যাতনা ।
এরই মধ্যি খানে পরমাণুর ন্যায় ,
একটি শুকতারা মিটি মিটি করে জ্বলে ।
সে প্রোটনময় তারকার নাম কি ?
জান ?
জান না , তুমি জানই না ।
আমি নিশ্চই জানি ,
আমার এ মন জানে ।
সে তা….,সে তারার নাম তু….তুমি ।
একটু বামে হাত দাও ।
হ্যাঁ , হ্যাঁ ,এটাই ।
তুমি ঠিক জায়গাতেই হাত দিয়েছ ।
একটু চাপ দাও ।
তোমার হাত স্পন্দন অনুভব করবে , নিশ্চই ।
এটাই ,
এটাই আমার মুল্যবান সম্পদ ।
এটাই আমার আত্মা ।
অবিরাম স্পন্দিত হয় , বুঝেছ ?
যখনি , এ কম্পন থেমে যাবে ।
বুঝে নিও , বুঝে নিও ।
আমি আর তোমার নই ।
তোমার চোখে জল কেন ?
কেঁদনা , কোন লাভ নেই ।
আমাকে ধরে রাখতে পারবেনা , পারবেনা ।
এটাই নির্মম সত্য ,
কেহ চির দিন বাঁচবেনা ।
অনুরোধ জোড় হস্তে ,
তুমি এক ফোটাও অশ্রু ফেলনা ।
যদি কাঁন্না কর , তবে বুঝব ।
তুমি আমাকে ভালবাসনি ।
চির বিদায় তো শুভ বার্তা , বড় মঙ্গল ।
পার্থিব পাপ থেকে চির মুক্তি ।
তুমি কি আমায় মন্দ থেকে ,
মুক্তি দিতে চাওনা ?
মাকেও নিষেধ করবে অশ্রু ঝড়াতে ।
জানি তোমার বারণ নিষ্ফল হবে ।
মা তো কাঁদবে ।
বুক ফেটে , ডুকরে , জমিনে লুটিয়ে ।
গড়াগড়ি করিয়ে ।
কাঁদতে কাঁদতে চোখে ছানি পরবে ।
সন্তান যে তাঁর কষ্টের ফসল ,
নাড়ি ছেড়া ধন ।
তুবুও বুঝিয়ে বলবে ,
কি পারবে না ?
তুমি নিশ্চই বলবে ,
আমি তো পাপের বিরুদ্ধে লড়ি ।
সদা নিয়োজিত পর কল্যাণে ।
সত্য বলেছ তুমি ,
এটাও ঠিক –
ভাল সময় চলে যায় ,
আসে মন্দ সময় ।
সুখের পানে ছুটে ,
মানুষ দুঃখি হয় ।
৫,৬৪০ বার পড়া হয়েছে
আমি ব্লগে নতুন আমার জন্য দোয়া করবেন ।
দুঃখপূর্ণ কবিতা–ভাল লেগেছে,ভাই!
ভাল লেগেছে জেনে খুশি হলাম । ভাল থাকেন এই প্রত্যাশা ।
অবশ্যই দোয়া করি। আপনি আরও লেখেন আমাদের সাথে থাকেন
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
দোয়া করি। আপনি আরও লেখেন
ধন্যবাদ
নতুন হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি। তবে নিজের কিছু কবিতা থাকলে প্রকাশ করুন।
অবশ্যই স্বরচিত লেখাই প্রকাশ করব ।
অবশ্যই একটি আবেগপূর্ণ কবিতা পড়লাম । তবে কিছু বানানে ত্রুটি আছে।
ধন্যবাদ আপনাকে
দারুন লেখা,
পড়ে অনেক ভালো লাগল ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
বাহ , কি চমত্কার লিখেছেন !
অনেক অনেক ভাল লাগা ।
আপনার সুন্দর মন্তব্য আমাকে লিখতে উত্সাহ দিবে ।
এরই মধ্যি খানে পরমাণুর ন্যায় ,
একটি শুকতারা মিটি মিটি করে জ্বলে ।
সে প্রোটনময় তারকার নাম কি ?
কি নাম?উত্তরের অপেক্ষায় রইলাম।ইতি বড় আপু।