Top today
তুমি চাইলে
তুমি চাইলে রোদ্দুর হব
হয়ে যাব ফুল
তুমি চাইলে বার বার
করে যাব ভুল।
তুমি চাইলে জ্যোৎস্না হব
হয়ে যাব ছায়া
তুমি চাইলে দূর আকাশে
হব মেঘের কায়া।
কি চাও তুমি বল? নীল জল,
রাঙ্গা আকাশ আর গৌধুলী
নিমিষে হয়ে যাব বিকেলের
ভাবনা বিলাসী সেই ক্ষণগুলি।
তুমি চাইলে চঞ্চল হব,হব চপলা
এক নিমিষে করে দেব সব বিশৃঙ্খলা
তুমি চাইলে শান্ত হব
ঠিক দীঘির জল
ভাসবে সেথায় নির্ভাবনায়
রাজহাঁসের দল।
তুমি চাইলে প্রিয় হব
সবার আমি সেরা
হয়ে যাব বিশেষ কিছু এই
পৃথিবী ঘেরা।
তুমি চাইলে হয়ে যাব
ভাল একটি মেয়ে
জীবন তোমার ভরে যাবে
ভালোবাসা পেয়ে।