Top today
ঈদ মানেই সবার মাঝে, নিজকে খুঁজে পাওয়া
এই দেখুন না, ঈদ এসেছে, সবার মুখে হাসি
নেই ভেদাভেদ গরিব-দুখী, থাকবো পাশাপাশি
কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না ভাই
খুশির দিনে হাসবো সবাই, এই অধিকার চাই
সবাই নেবো সবার খবর, যাবো সবার বাড়ি
কী রেধেছে, কী খেয়েছে, দেখবো খুলে হাঁড়ি
বিলিয়ে দেবো নিজের হাতে, গোসত ঘরে ঘরে
সঙ্গে দেবো ভালোবাসা, হৃদয় উজাড় করে
ঈদ এসেছে, ঈদ এসেছে, বইছে খুশির হাওয়া
ঈদ মানেই সবার মাঝে, নিজকে খুঁজে পাওয়া