Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

নজরুলের একটি গানের জন্ম কথা

: | : ০৯/১০/২০১৩

একদিন কবি এবং আরো কয়েকজন শিল্পী গ্রামোফোন কোম্পানীতে বসে গল্প করছিলেন– এমন সময় প্রশ্ন উঠলো লটারীতে হঠাৎ যদি কেউ এক লাখ টাকা পেয়ে যায় তবে সে তার প্রিয়াকে কেমনভাবে সাজাবে। কেউ কমলালয় স্টোর্সে যেতে চাইলেন, কেউ ওয়াসেল মোল্লায়, ( কলকাতার এ দুটি বিশাল দোকান আজকালকার সুপার স্টোরের পূর্বপুরুষ ) কেউ আবার সুইজারল্যান্ড পর্যন্ত যেতে চাইলেন। খাতা কলম নিয়ে এই গানে কবি সাজালেন প্রিয়াকে। গান শেষ করে সুধালেন, কী মহারথীর দল ক টাকা লাগলো প্রিয়াকে সাজাতে ? গানটির সুরকার চিত্ত রায়। প্রথম শিল্পী সত্য চৌধুরী।

সেই বিখ্যাত গানটি হলো—–

মোর প্রিয়া হবে, এস রাণী,
দিব খোঁপায় তারার ফুল।
কর্ণে দুলাব তৃতীয়া তিথির
চৈতি চাঁদের দুল।।
কন্ঠে তোমার পরাব বালিকা
হংস-সারির দুলানো মালিকা
বিজলী জরীন ফিতায় বাঁধিব
মেঘ-রং এলো চুল।।
জোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি
আলতা পরাব পায়।
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া,
তোমারে ঘিরিয়া গাহিবে আমার
কবিতার বুলবুল।

http://www.music.com.bd/download/Music/M/Manobendro/18.%20Mor%20Priya%20Hobe%20(music.com.bd

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top