Top today
সুখের অনুরণ
তোমার অভিমান এবার ছুটিতে পাঠাও
চোখে চোখ রেখে হাতটা বাড়াও
দীগন্ত জোড়া সবুজ ঘাসের গালিচায় আসন পেতে-
হৃদয়ের যত না বলা কথা আমাকে শুনাও।
স্বপ্নের বালুচরে সংঙ্খচিল হয়ে বাতাশে উড়াও
তোমার শাড়ির আচল
সাগরের নীল জলে অস্তমিত সূর্যের শেষ বিকেলে
কলাপাতার ভেলায় ভেসে গৌধুলীকে ছুঁয়ে দেখ
আমি কত কাছে তোমার নিঃশ্বাস থেকেও।
অভিযোগের বিষ পান করে সম্পর্কের দুরত্বই শুধু বাড়াবে
বিনিময়ে সুখ অধরাই থেকে যাবে।
নিজেকে জলাঞ্জলি দিয়ে কী কষ্ট থেকে পরিত্রাণ-
পাওয়া যায় ? কখনো কী পেয়েছ ?
আমি মুঠো ভরে সুখ আর আস্থা নিয়ে তোমার সম্মুখে-
দন্ডায়মান। আমাকে আষ্টে_পিষ্ঠে জড়িয়ে নাও;
তোমার মরা জমিনে বৃষ্টি হয়ে অঝোরে ঝরাবো বরিষণ
ফুল কলি আর ডালা মেলে তুমি হবে সুখের অনুরণ।