মোরা মুসলিম
(একটি বিশেষ রাতে শুয়ে আছি শত চেষ্টা করে ঘুমাতে পারিনি । আমার শরীরে অসহ্যের আগুন দাউ দাউ করে জ্বলছিল । সে রাতে আমার এ নগন্য কবিতাটি রচনা করেছি । লেখক ও পাঠক ভাইদের প্রতি অনুরোধ মন্তব্যের আশা করছিনা পুরো কবিতাটি পড়ার আশা করছি )
সামনে চল,চল এগিয়ে ওরে মুসলমান
দয়া করে মান রে ভাই আমার আহবান
পিছন পানে তাকাবিনা খবরদার,খবরদার
ঐ দেখা যায় ডাক এসেছে ঈমান বাঁচাবার ।
কি করে আজ নাস্তিকরা লাথি মারে তোদের ওপর ?
অবাক লাগে বুক ফেটে যায়,ওদের কেন নাই আজি ডর ?
রাজ্য নেতা সেও তো আজি তামাশা দেখে বসে বসে
রক্ত তোদের তুষার কেন ?সহ্য কর হেসে হেসে ।
কোন সাহসে বোতাম খুলে,নবীজিকে দিচ্ছে গালি ঐ নাস্তিক ব্লগার
সামনে চল,চল এগিয়ে লাগবে নাকো ঢাল তলোয়ার ।
প্রলয় করবো বাতিল শক্তি
অন্যায়কে আর নহে ভক্তি
আর কত কাল শির নোয়াবি অত্যাচারির পদ তলে
সময় এসেছে চূর্ণ করিতে সত্যের ঝড় বাদলে ।
লাগিবেনা পিস্তল আর বড় বড় নল গান
বাতিলকে হটাতে যথেষ্ট দৃঢ় ঈমান
নামাজ কালাম দুরে ফেলে দাবি করলে ঈমানের
মুনাফিক হইবে আর সামিল হইবে কাফিরের ।
চল এগিয়ে,চল এগিয়ে স্বচ্ছ খাঁটি ঈমান নিয়ে
দেখবি তোরা নাস্তিকরা পথ পাবেনা পালাবার
পিছন পানে তাকাবিনা খবরদার খবরদার ।
যারে না বাসলে ভাল জান্নাত পাবেনা
তার নামেই হচ্ছে আজি কুত্সা রটনা
নয়ন বুজিয়া অন্ধের ভানে হয়েছি মোরা বধির
বদনে বলছি উচ্চস্বরে খাঁটি প্রেমিক নবিজীর ।
এতো বড় ভন্ডামী,নহে মুসলমানের কাজ
মুসলিমের কথা কর্মে,জ্বলিবে সত্য তাজ
জবানে বলছি যে কালিমা,চিত্তে নাইকো তাহা
মুসলিম নামের মুনাফিক হয়েছি মোরা,আহা !
তাইতো পরাজয়ের গ্লানি সইছি বারংবার
মহান দায়িত্ব সবার ওপর সত্য প্রতিষ্ঠার ।
ক্ষিতিপাল ছিলনা বড় পীর ছিল মুসোলমান
সত্য বলিয়া সারা জাহানে হইল খ্যাতিমান
লোকমান হেকিম কেমন মুসলিম?আল্লাহ বাসিলো ভাল তারে
খাঁটি মুমিনের মর্তবা দিয়া,রাখিলো কুরআনের ভিতরে ।
আবু বকর ছিল মুসলিম খাঁটি নির্ভেজাল
চক্ষু বুজিয়া অনায়াসে দেখিল ইহকাল-পরকাল
খ্যাতিমান ছিল বীর নাম ছিল তাঁর ওমর
অন্যায় বাতিল শক্তি ডরে কাঁপিত থর থর ।
নামধারী মুসলিম মোরা নেইতো ঈমান বল
অন্যায়ের সামনে তাই হচ্ছি অবিচল ।
শহীদ হতে ডর কেন আজ ওরে মুমিন ভাই ?
হিসাব ছাড়া স্বর্গে যাবি কষ্টের লেশ নাই
জীবন মায়ায় বিভোর হয়ে করিছ বড় ভুল
আপন হস্তে কামাই করিছ দোযগের তন্ডুল ।
সময় আছে ভুল ত্যাগিয়ে ফিরে আসো ওরে ভাই
মুসলিম মোরা ইহকাল থেকে পরকাল ভাল চাই
মিথ্যা হটিয়া করিব আজি সত্যকে প্রচার
পিছন পানে তাকাবিনা খবরদার, খবরদার ।
পূন্য আজি ডাকিছে নিজেই আমরা দেইনা সেথায় কান
মন্দ কামে ছুটছি মোরা অশ্ব বেগে মুসলমান
কোন ক্ষমতায় ঢুকছে পুলিশ চটি পদে খোদার ঘরে
গুলি করে মারছে মুমিন ঘোর নিশিতে অন্ধকারে ।
আইনের সেবক নাইতো আজি হয়েছে বড় জালেম
নির্বিচারে খুন করছে কত হাফেজ আলেম
ওলামা মাশায়েখ কেমন মানী ?দামী মুসলমান
জেনে শুনে পুলিশ কেন?দিবালোকে ধরায় কান ।
এমন সাজা কোথায় আছে সংবিধানের কোন পাতায় ?
আইনের সেবক লংঘিছে আইন,তার কেন হলো না রায় ?
আর ঘুমিওনা মুসলমান কুম্ভের মত শুইয়ে শুইয়ে
অন্যায়কে আজি রুখতে হবে সকল শক্তি তেজ দিয়ে
সারা জাহানে ছড়িয়ে গেছে মোদের অপমানের মূর্তি
কেমন হালে দিন কাটাচ্ছো ?চিত্ত মাঝে কিসের ফুর্তি ?
ভুবনজুড়ে ফেতনা ,ফ্যাসাদ দ্বীনকে তারা করছে হেয়
গৃহ কোণে বসে,দেখছ মনের সুখে,এটা কি শ্রেয় ?
জেগে ওঠো মুমিনগণ
ত্যাগিয়ে সকল প্রিয়জন
দ্বীনের তরে জীবন দিলে,হাসিতে হাসিতে স্বর্গে যাবে
দুঃখ কষ্ট নেইতো সেথায়,চিরদিন যে সুখে রবে ।
ধরণীর এই মিথ্যে মায়ায় বিভোর তোমরা থেকনা আর
হাঁক এসেছে যেতেই হবে ঈমান বাঁচাবার ।
দেশ নেতারা নাস্তিকদের না করিয়া দমন
স্বর্গরাজ্যে দুগ্ধ কলায় করিছে লালন ।
শাসক সেবক ঠুকরে খাচ্ছে শত হাজার লাশ
মরা দেহ টেনে হেচরে করছে হরেক বিলাস
তাদের ধারে লাশের কোন নেইতো মুল্য মায়া
পুলকিত চিত্তে যাচ্ছে গাড়ি চাপা দিয়া ।
দল মতভেদ ত্যাগ করিয়া ঐক্যবদ্ধ হও
স্রষ্টার বাণী আল কোরান বক্ষে তুলে লও
মুসলিম মোরা এটাই মোদের আসল পরিচয়
এই নীতি মান্য করলে কামিয়াব নিশ্চয় !
কোরান হাদিস মানি সবাই এর মাঝে তো নেই ফারাক
বিন্দুমাত্র তফাত্ ফতোয়ায় বুঝিনা মোরা নির্বাক ।
মৌল্যবাদী মুসলিম হও
বিজয় পতাকা ছিনিয়ে লও
নাস্তিকদের কভু তোমরা ডর পেওনা
লাথি মেরে করবি ওদের কবর রচনা ।
জেগে ওঠো মুসলিম শির উঁচু করিয়া
কিছুই হবে নাকো হরতাল অবরোধ দিয়া
ছুটে এসো ময়দানে,দাও জিহাদের আহবান
তবেই হবে নাস্তিক,মুর্তাদ,অত্যাচারীর অবসান ।
মুসলিম জাতি জানেনা কভু শির নোয়াবার
পিছন পানে তাকাবিনা খবরদার , খবরদার ।