Top today
অভাবনীয় তুমি
পূর্বে যা কোন দিন ভাবতেও পারিনি
তাই করে তুমি অবাক করলে আমায়,
কী বিস্ময় ভরে চেয়ে থাকি আজ তোমার পানে,
হয়েছে বুঝি বিশাল সূর্যোদয়।
আমি জানি তুমি কোন শিল্পী নও
অথচ আমায় দেখালে তুমিই রয়েছ মহা শিল্পীর ভূমিকায়,
কেমন নিখুঁত ভাবে এঁকে দিলে হৃদয়ে নিরাশার ছবি
তোমার তুলির মমতায়।
আরও জেনেছিলাম তুমি কোন বক্তা নও
অথচ তুমিই মহা বক্তার মতো
বক্তব্য দিয়ে গেলে আমার মুখের পরে,
কী তীক্ষ্ণ ধারালো সে বক্তব্য যেন শ্রাবণী বৃষ্টি ঝরে।