Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার মানুষ হবার আর্তি ।

: | : ১২/১০/২০১৩

আমি মৃত্যুকে এড়িয়ে যাই শুধু মানুষ হবার আশায়

বারবার ফিরিয়ে দেই যমদূতকে

বলি এখনো আমার মানুষ হবার অনেক দেরী ।

যমদূত বলে আমার যে অনেক তাড়া

আমি বলি তাড়া সে’তো আমারও আছে

স্বর্গের লোভ আমিও দেখি

কিন্তু আমি যে কথা দিয়েছি মানুষ না হয়ে তোমার সাথে যাব না

মানুষ না হয়ে স্বর্গের দ্বার আমি স্পর্শ করবো না ।

 

যমদূত আমায় বলে সে’তো তোমার কথার কথা

এমন কথা’তো সবাই দেয়

কই তারা’তো এমন বায়না ধরে না

এ তোমার কেবলই নখরামি ।

আমি বলি এমন কথা সবাই দেয় বুঝি ?

যমদূত হেসে বলে, দেয় মানে ?

রোজ রোজ ডজন ডজন কথা দেয়

আবার একটুখানি জোর করলেই আমার পিছু নেয় ।

তুমি কি আমার সাথে জোর জবরদস্তি করবে নাকি ?

যমদূত এ কথার কোন উওর দেয় না

একটা হাসি দিয়ে আমার দিকে তাকায়

আমি ভয় পেয়ে যাই

বুঝি আমার মতো তারও অনেক তাড়া

আমার মানুষ হওয়া পর্যন্ত তার সময় হবে না ।

আমার যাবার সময় হয়ে এসেছে

আমি উঠে দাঁড়াই

যমদূতের পেছন পেছন হাঁটতে থাকি

আর বারবার ফিরে তাকাই আমার ফেলে আসা অতীতে

ফিরে তাকাই আমার নষ্ট সময়ে

মানুষ হবার কি অফুরন্ত সুযোগ ছিল আমার

কি নিদারুন অবহেলায় নষ্ট করেছি মানুষ হবার সুযোগ ।

আজ শেষ সর্মপনের দিনে মানুষ হবার যে আকুতি

যে ব্যাকুলতা

তা কেবলই আমার নষ্ট অতীতের আর্তি ।

 

সময় কারো জন্য অপেক্ষা করে না

কারো মানুষ হবার দায় সময়ের না

সময় শুধুই বয়ে চলে

নীরবে বয়ে চলে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top