Top today
“নিরবতার বোবা প্রতিনিধি”
আদর করে বুকে টেনে নিয়েছে রাতের নিঃসঙ্গতা।
দিয়েছে আমাকে তার নিরংকুশ অধিকার।
নিস্তব্ধতার চাদর পুরোটা জড়িয়ে দিয়েছে।
আমাকে চিরসঙ্গি করবার অঙ্গিকার।
মৌন মিছিলের নেতৃত্ব তুলে দিয়েছে কাঁধে।
আমাকে করেছে আমৃত্যু ওয়ারিশ।
দৃষ্টির সীমাতে এঁকে দিয়েছে কালো দেয়াল।
রঙের প্রবেশাধিকার করেছে খারিজ।
আমায় করেছে নিরবতার বোবা প্রতিনিধি
চোখের আয়নাতে ঝাপসা প্রতিচ্ছবি।
আলোর ঘাটতিতে বন্ধ্যা সালোকসংশ্লেষণ
স্বপ্নের জমিনে শ্মশানের নিরব ছবি।
জোয়ার শেষে চোখের কোণে শুকনো চিহ্ন
গোপন ইতিহাসের দুর্বোধ্য ইশারা।
রাতের কালো চাদর আড়াল করে সবি
গ্লানির যত সত্য চেহারা।